Filmfare Award 2023: দেখে নিন ফিল্মফেয়ারে কার মাথায় উঠল সেরার শিরোপা, কার কাজ হল সম্মানিত, রইল জয়ের তালিকা

অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দেখে নিন কোন ক্যাটেগরিতে কে সম্মানিত হলেন। কোন ছবিটা ছিল গত বছরের সেরা ছবি।

Web Desk - ANB | Published : Apr 28, 2023 4:59 AM IST

অনুষ্ঠিত হল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। কদিন আগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশনের তালিকা প্রকাশ্যে এসেছিল। গত রাতে একাধিক ছবি, তারকা, পরিচালক থেকে কোরিওগ্রাফারের মাথায় উঠল জয়ের শিরোপা। দেখে নিন কোন ক্যাটেগরিতে কে সম্মানিত হলেন। কোন ছবিটা ছিল গত বছরের সেরা ছবি।

সেরা ছবি- গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি

Latest Videos

সেরা পরিচালক- সঞ্জয়লীলা বনসালি পেলেন পুরস্কার। গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবির জন্য।

সেরা অভিনেতা- রাজকুমার রাও পেলেন পুরস্কার। বাধাই দো ছবির জন্য।

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট পেলেন পুরস্কার। গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবির জন্য।

সেরা সহ অভিনেতা- এই পুরস্কার জিতে নিলেন অনিল কাপুর। যুগ যুগ জিও ছবির জন্য।

সেরা সহ অভিনেত্রী- এই পুরস্কার পেলেন শিবা চাড্ডা বাধাই হো ছবির জন্য।

সেরা ছবি ক্রিটিক্স- বাধাই দো।

সেরা অভিনেত্রী ক্রিটিক্স- এই ক্যাটেগরিতে পুরস্কার পেলেন দুজন। ভূমি পেডনেকর (বাধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২)।

সেরা অভিনেতা ক্রিটিক্স- এই ক্যাটেগরিতে পুরস্কার পেলেন সঞ্জয় মিশ্র। বধ ছবির জন্য।

সেরা চিত্রনাট্য- বধাই দো ছবির জন্য পুরস্কার পেলেন অক্ষত ঘিলদিয়াল, হর্ষবর্ধন কুলকার্নি ও সুমন অধিকারী।

সেরা গল্প- বধাই দো।

সেরা ডেবিউ পুরুষ- এই ক্যাটেগরিতে পুরস্কার পেলেন অঙ্কুশ গেদাম। ছবি ঝুণ্ড।

সেরা ডেবিউ মহিলা- এই ক্যাটেগরিতে পুরস্কার পেলেন আন্দ্রিয়া কেভচুসা- অনীক।

সেরা ডেবিউ পরিচালক- এই ক্যাটেগরিতে পুরস্কার পেলে জসপান সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল- বধ।

সেরা মিউজিক অ্যালবাম- এই ক্যাটেগরিতে পুরস্কার পেলেন প্রীতম। ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান ছবির জন্য।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন- প্রেম চোপড়া।

সেরা লিরিক্স- কেসারিয়া ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা- অমিতাভ ভট্টাচার্য।

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ)- অরিজিৎ সিং (কেসারিয়া ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা)।

সেরা ভিএফএক্স- ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি।

সেরা অ্যাকশন- বিক্রম বেদা।

সেরা কোরিওগ্রাফি- ক্রুতি মহেশ (গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি- ঢোলিরা)

সেরা সিনেমাটোগ্রাফি- সুদীপ চট্টোপাধ্যায় (গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি)

সেরা এডিটিং- নিনাদ খান্ডলকর (অ্যান অ্যাকশন হিরো)

সেরা কস্টিউন ডিজাইন- শীতল ইকবাল শর্মা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি)

সেরা প্রোডাকশন ডিজাইন- অমিত রায় (গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি)

সেরা সাউন্ড ডিজাইন- বিশ্বদীপ দীপক চট্টোপাধ্যায় (ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা)

একাধিক ক্যাটেগরিতে জয় পেলেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি পেল একাধিক পুরষ্কার। তেমই বধাই হো পেল একাধিক পুরষ্কার। তেমনই ব্রক্ষ্মাস্ত্র ছবির ঝুলিতে এল একাধির পুরষ্কার। একাধিক সম্মান পেলেন আরও অনেকেষ এদিন অনিষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা। নানান পোশাকে হাজির হন সকল সেলেব। 

 

আরও পড়ুন

Janhvi Kapoor: উরফির থেকে অনুপ্রেরণা, পোশাকের জন্য কটাক্ষ শুনতে হল জাহ্নবী কাপুরকে, রইল তাঁর নতুন ছবি

ফ্যাশন মানে রোগা বা মোটা নয়- ফ্যাশনের আসল মানে বলবেন ঋতাভরী, আসছে প্লাস সাইজ মেয়েদের কাহিনি

সাসটেনেবিলিটি অ্যাওয়ার্ডস নাইটে তারকার মেলা, শাড়িতে চমক ভূমি পেডনেকারের

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman