কখনও সমুদ্রের ধারে, কখনও জলকেলিতে মজে, 'লাস্যময়ী' ত্রিধা সব রূপেই হয়েছেন মোহময়ী

তাপমাত্রার পারদ কমলেও নেট দুনিয়ায় লাস্যের পারদ চড়িয়েছেন ত্রিধা চৌধুরী | তাঁর আকর্ষণীয় ছবি দেখে হাঁ হয়ে যাচ্ছেন নেটিজেনরা। ত্রিধার দুষ্টু-মিষ্টি আবেগের মোহে মজে রয়েছে ভক্তকূল।

Share this Video

তাপমাত্রার পারদ কমলেও নেট দুনিয়ায় লাস্যের পারদ চড়িয়েছেন ত্রিধা চৌধুরী | বহুল চর্চিত ত্রিধা চৌধুরী প্রখর রোদ্দুরেরও চড়ালেন শরীরী পারদ। ‘লাস্যময়ী’ হিসেবে বরাবরই রয়েছে তাঁর সমাদর। শীতের আমেজেও তিনি থাকেন উষ্ণ। সেই বহুল চর্চিত ত্রিধা চৌধুরী প্রখর রোদ্দুরেরও চড়ালেন শরীরী পারদ। তাঁর আকর্ষণীয় ছবি দেখে হাঁ হয়ে যাচ্ছেন নেটিজেনরা। ত্রিধার দুষ্টু-মিষ্টি আবেগের মোহে মজে রয়েছে ভক্তকূল। ল্যাম্পশেডের আলোও তাঁর বক্ষযুগলের আকর্ষণে নুয়ে পড়ছে ব্যাকুল প্রেমিকের মতোই। অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সাম্প্রতিক ছবি দেখে দর্শকদের মনে এখন হিল্লোল। কখনও সমুদ্রের ধারে, কখনও জলকেলিতে মজে, ‘লাস্যময়ী’ ত্রিধা সব রূপেই হয়েছেন মোহময়ী।

Related Video