Nawazuddin Siddiqui: জন্মদিনে রইল নওয়াজের সেরা কয়টি ছবির কথা, দেখে নিন এক ঝলকে

নওয়াজউদ্দিন সিদ্দিকির জন্মদিনে রইল তাঁরই কয়টি সেরা কয়টি ছবির কথা। দেখে নিন এত ঝলকে।

সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। আজ পালিত হচ্ছে নওয়াজ উদ্দিন সিদ্দিকির জন্মদিন। বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে খবরে রয়েছে নওয়াজ। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বারে বারে খবরে এসেছে তিনি। এই অশান্তির মাঝে কদিন আগে স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করতে দুবাই যান। সে সময় তাঁর স্ত্রী নওয়াজের দুবাই যাওয়া প্রসঙ্গে বলেন, দুবাইয়ে তাঁদের বাড়ি সংক্রান্ত কাজে নওয়াজ সেখানে যাচ্ছে। আদালতের নির্দেশ অনুসারে, নওয়াজ বর্তমানে টাকা পয়সা দিচ্ছে সে বিষয় জানান আলিয়া। তাই তিনি চান দুবাইয়ে তাঁদের বাড়ির চুক্তি সংক্রান্ত সমস্যা এবার সমাধান হোক। তবে এই প্রসঙ্গে, অনেকেরই মত ভিন্ন। অধিকাংশই মনে করেন বাড়ির কাজ শুধুমাত্র অছিলা। আসলে তাঁদের দাম্পত্য অশান্তি বর্তমানে মিটে গিয়েছে। তাই সময় কাটাতে যাচ্ছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।

এদিকে অনেকেই, আশা করে রয়েছেন আজ জন্মদিনের দিন দাম্পত্য সমস্যা মিটে যাওয়ার খবর দেবেন নওয়াজ। আজ নওয়াজউদ্দিন সিদ্দিকির জন্মদিনে তাঁরই প্রসঙ্গে রইল কিছু খবর। রইল তাঁর সেরা কয়টি ছবির কথা। দেখে নিন এত ঝলকে।

Latest Videos

মাঝি দ্য মাউন্টেন ম্যান- ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। কেতন মেহেতা পরিচালিত ছবির প্রধান চরিত্রে দেখা গিয়েছিল নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে। ছবি দিয়ে বক্স অফিসে তাঁর পরিচয় তৈরি করেছিল।

গ্যাংস অফ ওয়াসিপুর (পার্ট ২)- ২০১২ সালে মুক্তি পাওয়া গ্যাংস অফ ওয়াসিপুর (পার্ট ২) ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে। এই ক্রাইম ছবি পরিচালনা করেন অনুরাগ কাশ্যপ।

মিস লাভলি- ২০১২ সালে মুক্তি পায় মিস লাভলি। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেনন তিনি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে।

বদলাপুর- বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নওয়াজ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে। ছবিতে নওয়াজে অভিনয় সকলের নজর কাড়ে।

হারমখোড়- ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে। ছবিটি পরিচালনা করেছিলেন শ্লোক শর্মা।

মুন্না মাইকেল- একেবারে অন্যরকম চরিত্র দেখা গিয়েছেলি এই ছবিতে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে। এই ছবিতে নওয়াজের নাচ নজর কেড়েছিল সকলের।

রামন রাঘব ২.০- ২০১৬ সালে মুক্তিপায় ছবিটি। এই ছবিটিও নওয়াজের কেরিয়ারের অন্যতম ছবি। যা তাঁর কেরিয়ারে ছিল টার্নিং পয়েন্ট।

 

আরও পড়ুন

Don 3: শাহরুখ খানকে রিপ্লেস করবেন রণবীর সিং, প্রকাশ্যে ‘ডন ৩’ ছবির নতুন কাস্টের খবর

Cannes 2023: কালো-রুপোলী গাউনে রেড কার্পেটে ঐশ্বর্য, পোশাকের কারণে ট্রোলিংয়ের শিকার নায়িকা

Salman Khan: চোট পেলেন সলমন খান, টাইগার ৩ শ্যুটিং করতে গিয়ে ঘটল বিপত্তি

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন