- Home
- Entertainment
- Bollywood
- Cannes 2023: কালো-রুপোলী গাউনে রেড কার্পেটে ঐশ্বর্য, পোশাকের কারণে ট্রোলিংয়ের শিকার নায়িকা
Cannes 2023: কালো-রুপোলী গাউনে রেড কার্পেটে ঐশ্বর্য, পোশাকের কারণে ট্রোলিংয়ের শিকার নায়িকা
- FB
- TW
- Linkdin
বছরের এই এটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সেলেব থেকে সাধারণ মানুষ সকলে। বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যাল হল কান ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর চলছে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসব। ১৬ মে থেকে শুরু হয়েছে উৎসব। ২৭ মে পর্যন্ত চলবে উৎসব।
কান চলচ্চিত্র উৎসবে তারকাদের সাজপোশাক সব সময় উঠে আসে খবরে। প্রতিদিন নিত্য নতুন ফ্যাশনেবল পোশাক পরে রেড কার্পেটে হাঁটছেন তারকারা। তাঁদের পোশাক কারও নজর কাড়ে তো কেউ ট্রোলিং-র শিকার হয়ে থাকেন।
এই টানা ১২ দিন ধরে প্রদর্শিত হবে ছবি। সঙ্গে দেখানো হবে টেলিভিশন শো। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে হিয়েছে বলিউড সেলেবরা।
বলিউড থেকে একাধিক সদস্য হাজির হয়েছেন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালে।
এবছর অদিতি রাও হায়দারি, উর্বশী রাউতেলা, ঐশ্বর্য রাই বচ্চন, সারা আলি খান, অনুষ্কা শর্মা, মল্লিকা শেরাওয়াত, মানুসী চিল্লার থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ- হাজির হচ্ছেন এবছর কান ফিল্ম ফেস্টিভ্যাসে। আর ফেস্টিভ্যাসে পা রেখেই ট্রোলিং-র শিকার হলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।
কান ফিল্ম ফেস্টিভ্যালে ফার্স্ট অ্যাপিয়ারেন্সের লুক হিসেবে বেছে নিয়েছিলেন সবুজ রঙের গাউন। সবুজ সিক্যোয়েন্স কাজের এই গাউনে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল ঐশ্বর্যকে। এই সবুজ ড্রেসের সঙ্গে পায়ে পরেন সিলভার জুতো। সঙ্গে মুখে ছিল হালকা মেকআপ আর চুল ছিল খোলা। এদিন সকলের নজর কেড়েছিল তাঁর লুক।
কিন্তু, রেড কার্পেটে পা রাখতে হল বিপত্তি। শুনতে হল কটাক্ষ। কালো ও সিলভার কাজের গাউন পরে হাজির হন অ্যাস। গাউটি ছিল হুডি দেওয়া। এর সঙ্গে হালকা মেকআপ করেন তিনি। চুল ছিল খোলা। ঐশ্বর্যর এই গাউন সকলের চর্চার বিষয় হয়ে ওঠে এই দিন। সোফি কাউচার গাউন পরেছিলেন তিনি।
তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর কেউ লিখলেন, অ্যালুমিনিয়াম ফয়েল ড্রেস। আবার কেউ লিখেছেন জাপানি ড্রেস। কেউ প্রশ্ন করেছেন, এ কেমন পোশাক। এমনই নানান কটাক্ষ শুনতে হয় তাঁকে। ছবি পোস্ট করা মাত্র তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায় নানান কু মন্তব্য।
তেমনই অনেকে প্রশংসা করেছেন অভিনেত্রীর। কেউ লিখেছেন, ফরএভার বিউটি। তো কেউ পাঠিয়েছেন, অনেক ভালোবাসা। কেউ তাঁকে সুন্দরী বলে আখ্যা দিয়েছেন। এমন ভাবেই রেড কার্পেটে পা রাখার পর তিনি উঠে এলেন চর্চায়।
এদিকে আবার ঐশ্বর্য রাই বচ্চনকে নকলের অভিযোগ উঠল উর্বশীর বিরুদ্ধে। এই দিন কমলা গাউনে উপস্থিত হন নায়িকা। আর রেড কার্পেটে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে ফ্লাইং কিং দেন ও এক বিশেষ ভঙ্গিতে হাত নাড়েন। যা অঙ্গভঙ্গি প্রতি বছর করতে দেখা যায় প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। এরপরই ঐশ্বর্য রাই বচ্চনকে নকলের অভিযোগ ওঠে উর্বশীর বিরুদ্ধে।