Shehnaaz Gill: ভাইজানের প্রশংসা শেহনাজের মুখে, জেনে নিন কী বললেন নায়িকা

সলমনের সঙ্গে শেহনাজের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। একবার পার্টিতে শেহনাজ ভাইজানকে দেখে বেশিই আপ্লুত হয়ে পড়েছিলেন। সেই থেকে শুরু হয়েছে জল্পনা। এই নিয়ে কম কটু কথা শুনতে হয়নি শেহনাজকে। এবার এই নিয়ে মুখ খুললেন শেহনাজ।

সলমনের সঙ্গে শেহনাজের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। একবার পার্টিতে শেহনাজ ভাইজানকে দেখে বেশিই আপ্লুত হয়ে পড়েছিলেন। এমন ভাবে তাঁকে জড়িয়ে ধরেছিলেন যে তা সকলের নজর কেড়েছিল। সেই থেকে শুরু হয়েছে জল্পনা। এই নিয়ে কম কটু কথা শুনতে হয়নি শেহনাজকে। এবার এই নিয়ে মুখ খুললেন শেহনাজ।

বললেন, ভাইজান যায়ে মেরা ভাই হ্যায়, ভাইসে ভাইজান হ্যায়, ভাই মেরি জান হ্যায়। অর্থাৎ সলমনকে নিজের ভাই বলেন শেহনাজ। এদিকে শীঘ্রই আসতে চলেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সলমন খানের এই ছবি নিয়ে দর্শক মহলের উন্মাদনা রয়েছে প্রথম থেকেই। এই ছবিতে কাজ করেছেন শেহনাজ। শেহনাজ ছাড়াও আছেন অভিনেত্রী পুজা হেগড়ে, ভূমিকা চাওলা, শাহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনদর সব অভিনেতা ভেঙ্কাটেশ, রাঘব জুয়াল, জাসি গিল, সিদ্ধার্থ নিগম, অভিমন্যু সিং এবং বক্সার বিজেন্দ্র সিং এবং পরিচালত ফরহাদ সামজিকে ধন্যবাদ জানিয়েছেন। ২১ এপ্রিল মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা নিয়ে আসছেন ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা। এদিকে সদ্য প্রকাশ্যে এল ইয়েনতাম্মা। এই গানে লুঙ্গি পরে বিন্দাস নাচলেন ভাইজান।

Latest Videos

এদিকে প্রায়শই কোনও না কোনও কারণে খবরে আসেন শেহনাজ গিল। বলিউডে পা রাখার জন্য কমিয়েছেন কয়েক কেজি। তারপর থেকে নিজের লুক নিয়ে প্রায়শই এক্সপেরিমেন্ট করে চলেছেন। কখনও শাড়িতে সকলকে চমক দেন তো কখনও ওয়েস্টার্ন পোশাকে। কদিন আগেই কালো থাইস্লিট পোশাকে ফোটোশ্যুট করে নজর কাড়েন শেহনাজ। তারপর মাঝে সম্প্রতি অনুষ্ঠিত হল পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড। সেখানো লাল শর্ট ড্রেসের সঙ্গে লাল কোট টিমআপ করেন। এদিন তাঁর লুক সকলের নজর কাড়ে।

বিগ বস-র ঘর থেকে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন শেহনাজ গিল। সেখানে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন সকলের নজর কাড়ে। জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁরা। তারপর সিদ্ধার্থের মৃত্যু তাঁর জীবনে ডেকে আনে অন্ধকার। বর্তমানে সেই কষ্ট বুকে চেপে এগিয়ে চলেছেন শেহনাজ। ডেবিউ করছেন বলিউডে। প্রথম ছবিতেই সলমন খানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন নায়িকা শেহনাজ।

 

আরও পড়ু

কামাখ্যা মন্দিরে প্রীতি জিন্টা, জেনে নিন কার কথায় মা কালীর দর্শনে গেলে তিনি

পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে বসেছিল চাঁদের হাট, দেখে নিন কোন তারকা কেমন সাজে হাজির হলেন

Pushpa 2: শাড়িতে রুদ্র-রূপে পুষ্পা, আল্লু অর্জুনের লুক দেখে ভিরমি খেলেন ভক্তরা

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia