- Home
- Entertainment
- Bollywood
- পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে বসেছিল চাঁদের হাট, দেখে নিন কোন তারকা কেমন সাজে হাজির হলেন
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে বসেছিল চাঁদের হাট, দেখে নিন কোন তারকা কেমন সাজে হাজির হলেন
সম্প্রতি অনুষ্ঠিত হল পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড। যেখানে জাহ্নবী থেকে আয়ুষ্মান খুরানা, জাভেদ জাফরি থেকে শেহনাজ গিল- উপস্থিত ছিলেন সকলে। দেখে নিন কেমন সাজে কে হাজির হলেন এই দিন।

পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে লাল রঙের পোশাকে হাজির হন কিয়ারা আডবানি। লাল পোশাকে এদিন তাঁর গ্ল্যামার নজর কেড়েছিল সকলের। লাল পোশাকের সঙ্গে হালকা মেকআপ আর টপ নট করে হাজির হন কিয়ারা।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন দিশা পাটানি। সিলভার রঙের পোশাক পরেন তিনি। সঙ্গে হাইহিল। দিশার আকর্ষণীয় চেহারা এদিন নজর কেড়েছিল সকলের।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন বনি কাপুর। এদিন তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করে অনুষ্ঠানে।
সাদা পোশাকে উপস্থিত হন নোরা ফতেহি। এদিন তাঁর পোশাক সকলের নজর কেড়েছিল।
ছিলেন শারদ কেলকার। এই দিন তিনি লাভ করেন বিশেষ সম্মান।
সাদা ট্রাউজার আর শার্ট। ওপরে সারা জ্যাকেট পরে হাজির হন আয়ুষ্মান খুরানা। চোখে ছিল স্টাইলিশ একটি চশমা।
হবুদ পোশাকে উপস্থিত হন জাহ্নবী। পায়ে ছিল গোল্ডেন স্টিলেটো। এদিন তাঁর পোশাক নজর কেড়েছিল সকলের।
ছিলেন অর্জুন কাপুরও। তবে, একাই উপস্থিত হন পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কালো পোশাক আর কালো সানগ্লাসে দেখা যায় তাঁকে।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ডে ছিলেন করণ কুন্দ্রা। তাঁকেও দেখা যায় কালো রঙের পোশাকে। এদিন তাঁর ট্রাউজার নজর কাড়ে সকলের।
সাদা গাউনে পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সকলের নজর কাড়েন পুজা হেগড়ে। বর্তমানে ছবি কিসিকি ভাই কিসি কি জান- ছবি নিয়ে খবরে রয়েছেন নায়িকা।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন শেহনাজ গিল। লাল শর্ট ড্রেসের সঙ্গে লাল কোট টিমআপ করেন। এদিন তাঁর লুক সকলের নজর কেড়েছিল।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন কার্তিক আরিয়েন। মোস্ট স্টাইলিশ এন্টারটেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান তিনি।
উপস্থিত ছিলেন বাবিল। তিনি সুপার স্টাইলিং রাইজিং স্টার অ্যাওয়ার্ড পান এই অনুষ্ঠানে।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন থেকে রূপোলি পর্দার নানান তারকারা। এদিন বসেছিল চাঁদের হাট।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের একাধিক ব্যক্তিরা। স্ত্রীর উপস্থিত হন তারা।
প্রিন্টেড কোটে দেখা যায় জাভেদ জাফরিতে। পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছিলেন তিনিও।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন মনীশ পাল। অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি।
পিঙ্ক ভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড শো-তে দেখা গিয়েছিল অনন্যা পান্ডেকে। সিলভার পোশাকে অনন্যার লুক নজর কেড়েছিল সকলের। মোস্ট গ্ল্যামারাস আইকন অ্যাওয়ার্ড পান তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।