সাত পাকে বাঁধা পড়লেন সনম পুরী, গাঁটছড়া বাঁধলেন নাগাল্যান্ড-বাসীর সঙ্গে

দীর্ঘদিনের বান্ধবী জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করলেন সমন পুরী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। যা মুহূর্তে হল ভাইরাল।

ফের বিয়ের সানাই বিনোদন দুনিয়ায়। একের পর এক আসছে সুখবর। এবার সাত পাকে বাঁধা পড়লেন সনম পুরী। পপ রক ব্যান্ড সনম -র প্রধান কন্ঠশিল্পী সুরকার সনম পুরী। সদ্য বিয়ে করলেন গায়ক। বিয়েটি করেছেন পঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতি মেনে। দীর্ঘদিনের বান্ধবী জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করলেন সমন পুরী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। যা মুহূর্তে হল ভাইরাল।

বিয়ের পর বললেন, এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না। এটি এমন কিছু যা আমি সব সময় চেয়েছিলাম। তিনি আরও বলেন, আমাদের মধ্যে যে সংযোগ রয়েছে তা ভাষায় বর্ণনা করা যায় না। আমি তাঁর সঙ্গে আমার নতুন জীবন গড়তে পেরে উত্তেজিত। তেমনই তিনি জানান, পঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতি মেনে বিয়ে করেছেন তাঁরা। দুই সংস্কৃতিকে নিজেদের বিয়েতে উপভোগ করেছেন। এমন মজার হবে বিয়ের অনুষ্ঠান তা তিনি আগে ভাবতে পারেননি বলে জানান সনম।

Latest Videos

 

 

এদিকে জানা গিয়েছে, সনম ব্র্যান্ডের ভারত সফল চলছে। তাই আপাতত হানিমুনের পরিকল্পনা নেই। যেতেতু তাঁর স্ত্রী নিজে একজন গায়িকা তাই এমন সফরের বিষয় তাঁর স্পষ্ট ধারণা আছে।

তেমনই বিয়ের পর স্ত্রীর সঙ্গে একটি গান প্রকাশ করেছেন সনম। যা আগেই রচনা করেছিলেন গায়ক। যখন স্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয় অনলাইনে তখন এই গান রচনা করেন বলে জানান যায়। তিনি তখনই ঠিক করেন গানটি তাঁর জুচোবেনি টুঙ্গোকে দিয়ে গাওয়াবেন। কারণ তাঁর কন্ঠেই এই গান সেরা বলে মত ছিল সনমের। সে যাই হোক, তাঁর এই পরিকল্পনা বাস্তবায়িত হল বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

দীর্ঘদিন পর বড় পর্দায় জুটি বাঁধছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত, প্রকাশ্যে নতুন জুটির কথা

Ira Khan: ব্রা আর শর্টস পরে খেললেন ফুটবল, ভাইরাল আমির কন্যার বিয়ের পরের ভিডিও

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury