নীল শাড়ি, দুর্ধর্ষ মেকআপ- ‘পুষ্পা ২: দ্য রুল’-এর টিজারে অ্যাকশন দৃশ্যে তাক লাগালেন আল্লু অর্জুন

সংক্ষিপ্ত

‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালে শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে।

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘ পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার এই ছবি। ছবির দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালে শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে।

এবার আল্লু অর্জুন প্রকাশ্যে আনলেন এই ছবির টিজার। ফার্স্টলুকের মতোই টিজারেও আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে দেখা গেল। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির এক গ্রাম দেবতা। যাঁর জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য। সেই লুকের জন্য নীল শাড়ি পরে মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স দেখালেন আল্লু অর্জুন।

Latest Videos

আল্লু অর্জুনের পোস্টে ভক্তরা ক্রমাগত প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন- আগুন। আরেকজন লিখেছেন- এটার জন্যই অপেক্ষা করছিলাম। একজন বলেছেন- টিজারটি দেখার সাথে সাথে আমার গায়ে কাঁটা দিয়েছে। একজন লিখেছেন- আল্লু অর্জুন স্যার তিন বছর পর বিশ্ব শাসন করবেন। একজন বলেছেন- অসাধারণ টিজার, আমার গায়ে কাঁটা দিচ্ছে।

পুষ্পা ২ মুক্তি পাবে ১৫ আগস্ট

পরিচালক সুকুমারের ছবি পুষ্প ২ দ্য রুল ১৫ আগস্ট সারা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ৫০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে আল্লু অর্জুনের সাথে রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিটির প্রথম অংশটি ২০২১ সালে এসেছিল। মুভির প্রথম অংশও বিশ্বব্যাপী বক্স অফিসে বোমা ফেলে। ছবিটি ৩৯৮ কোটি টাকা সংগ্রহ করেছিল।

 

 

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর