সংক্ষিপ্ত

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গুয়াহাটিতে তাঁর পরিবার ও মন্ত্রীসভার সহকর্মীদের সঙ্গে তিনি দ্য কেরালা স্টোরি দেখেছেন। তিনি বলেন, ছবিটি নিষিদ্ধ করার কোনও উদ্দেশ্য নেই।

ফের খবরে দ্য কেরালা স্টোরি। মুক্তির আগে থেকে আইনী মামলায় জড়িয়ে রয়েছে ছবিটি। একটি সমস্যা সমাধান হচ্ছে তো আরেকটি দেখা দিচ্ছে। কোথাও নিষিদ্ধ হচ্ছে ছবিটি তো কোথাও ছবির আয় সকলের নজর কাড়ছে।

এবার এই ছবি নিয়ে খবরে এলেন আসমের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গুয়াহাটিতে তাঁর পরিবার ও মন্ত্রীসভার সহকর্মীদের সঙ্গে তিনি দ্য কেরালা স্টোরি দেখেছেন। তিনি বলেন, ছবিটি নিষিদ্ধ করার কোনও উদ্দেশ্য নেই। কারণ এটি কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে। মেয়ের সঙ্গে বসে ছবি দেখার কথা জানান তিনি।

পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ করার প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেছেন, ছবিতে মুসলিম সম্প্রদায়-সহ নিষ্পাপ মেয়েদের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখানো হয়েছে। বাংলার সরকারে যারা আছেন তাদের ছবিটি নিষিদ্ধ করার আগে একবার দেখা উচিত ছিল।

দীর্ঘ বিতর্কের পর মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’। শুক্রবার ওপেনিং ডে-তে ছবির আয় করেছে ৮.০৩ কোটি। দুদিনে আয় করেছিল ১৯ কোটি ২৫ লক্ষ টাকা। খোদ প্রধানমন্ত্রী করেছিলেন ছবির প্রশংসা। এই খবরে যখন স্বস্তি পেয়েছিলেন ছবির টিম তখন দেখা দিন নতুন বিপদ। তামিলনাড়ুর সমস্ত হল থেকে সরানো হয়েছিল ছবিটি। তারপর তা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়।

UP-তে দ্য কেরালা স্টোরি ট্যাক্স ফ্রি ঘোষণা করল যোগী সরকার। শুধু তাই নয়, যোগী আদিত্যনাথ ১২ মে লোক ভবনে তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দ্য কেরালা স্টোরি ছবিটি দেখবেন বলে জানান। এর আগে মধ্যপ্রদেশের মুধ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছবিটি সে রাজ্যে করমুক্ত করেন। তিনি বলেছিলেন, সন্ত্রাসবাদের ভয়ঙ্কর সত্যকে প্রকাশ করেছে ছবিটি। আর এবার উত্তরপ্রদেশে কর মুক্ত হল ‘দ্য কেরালা স্টোরি’।

ছবিতে দেখানো হয়েছে হিন্দু ও খ্রিস্টান মেয়েদের জোর করে ধর্মান্তরিত করে কীভাবে সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হবে তা ফুটে উঠেছে ছবিতে। এদিকে ছবির টিজার মুক্তি থেকেই চলছে বিতর্ক। সেন্সারবোর্ডের ছাড়পত্র পেতে ছবি থেকে ১০টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এরপর আবার সুপ্রিম কোর্টে কেস হয়। সকল বিতর্ক পার করে ৫ মে মুক্তি পেলেও চলছে সমস্যা। তবে, বিতর্ক যাই হোক ইতিমধ্যে ছবির আয় টেক্কা দিয়েছে একাধিক বিগ বাজেটের ছবিকে। বিশেষজ্ঞদের এমনই মত দ্য কেরালা স্টোরি ছবির আয় দেখে। 

 

আরও পড়ুন

Big Boss OTT 2: ফের হোস্ট হিসেবে থাকছেন ভাইজান, শীঘ্রই শুরু হবে বিগ বস ওটিটি সিজন ২-র শ্যুটিং

Priyanka Chopra: বিয়ের আগে এই পাঁচ তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা, দেখে নিন তালিকা

বয়স হয়ে গেলে কেমন দেখতে হবে আপনার প্রিয় অভিনেতাকে, দেখুন ১০ স্টারের বুড়ো বয়সের ছবি