Bollywood News: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন বলিউডের কোন অভিনেত্রীরা? দেখুন এক ঝলকে

Published : Jun 16, 2025, 05:03 PM IST

Bollywood News: হিনা খানের বিয়ের পর ভাইরাল ভিডিওতে গর্ভধারণের জল্পনা ছড়িয়েছে। তিনি কি সত্যিই মা হতে চলেছেন? এই প্রসঙ্গে জেনে নিন সেই অভিনেত্রীদের কথা যারা গর্ভধারণের পর বিয়ে করেছেন। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
17
হিনা খান

হিনা খান সম্প্রতি ৪ জুন তার প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন। এখন তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখে অনেকেই বলছেন তিনি গর্ভবতী। এই কারণেই তিনি তাড়াহুড়ো করে বিয়ে করেছেন বলে জল্পনা চলছে।

27
আলিয়া ভাট

২০২২ সালে আলিয়া ভাট হঠাৎ করেই রণবীর কাপুরকে বিয়ে করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এরপর বিয়ের কিছুদিন পরেই তিনি গর্ভধারণের ঘোষণা দেন। নভেম্বরে তিনি কন্যা সন্তান রাহার জন্ম দেন।

37
নাতাশা স্ট্যানকোভিচ

২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচ গর্ভবতী হওয়ার কারণে ক্রিকেটার হার্দিক পাণ্ড্যাকে তাড়াহুড়ো করে বিয়ে করেছিলেন। পরে ২০২৩ সালে তাদের পুত্রসন্তান হওয়ার পর তারা উদয়পুরে একটি জাঁকজমকপূর্ণ বিয়ে করেন। যদিও বর্তমানে নাতাশা আর হার্দিক আলাদা থাকতে শুরু করেছেন। 

47
নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া ২০১৮ সালে আংগাদ বেদীকে বিয়ে করেন। কিছু মাস পরেই তিনি কন্যা সন্তান মেহেরের জন্ম দেন। এতে স্পষ্ট হয়ে যায় যে তিনি বিয়ের আগেই গর্ভবতী ছিলেন।

57
ইলিয়ানা ডিক্রুজ

২০২৩ সালে ইলিয়ানা ডিক্রুজ হঠাৎ করেই গর্ভধারণের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মা হওয়ার পর তিনি বিয়ে করেছেন।

67
শ্রীদেবী

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী বিয়ের আগে গর্ভবতী হয়েছিলেন। তিনি বনি কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে ১৯৯৬ সালে তারা বিয়ে করেন। কিছু মাস পরেই শ্রীদেবী জাহ্নবী কাপুরের জন্ম দেন।

77
স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর ২০২৩ সালে ফাহাদ আহমেদকে বিয়ে করেন। এরপর ঐ বছরই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। তাই অনেকেই মনে করেন স্বরা গর্ভবতী ছিলেন বলেই তাড়াহুড়ো করে ফাহাদকে বিয়ে করেন।

Read more Photos on
click me!

Recommended Stories