শুটিংয়ের জন্য পাড়ি দশম শহরে, ভিকির 'সাম বাহাদুর' সফরনামা দেখে নিন একঝলকে

‘সাম বাহাদুর’ ছবির শুটিংয়ের জন্য দশম শহরে পৌঁছে গেলেন অভিনেতা ভিকি কৌশল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজস্বী পোস্ট করে সেই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা।

বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল বহু তরুণীদের হার্টথ্রব। মাত্র কয়েক বছরেই তার সফল কেরিয়ারে বহু মেয়ের মনের মানুষ হয়ে উঠেছেন বলিউডের টল-ডার্ক হ্যান্ডসাম। এমনকী জনপ্রিয়তাতেও অনেককে ছাপিয়ে গেছেন ভিকি কৌশল। মহিলা মহলে তিনি কতটা জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল ইতিমধ্যেই বি-টাউনে জনপ্রিয়। নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি তা প্রমাণ করে দিয়েছে। এই মুহূর্তে ‘সাম বাহাদুর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা।

‘সাম বাহাদুর’ ছবির শুটিংয়ের জন্য দশম শহরে পৌঁছে গেলেন অভিনেতা ভিকি কৌশল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজস্বী পোস্ট করে সেই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের অন্যতম ফিল্ড মার্শাল সাম মানেকশর-এর বায়োপিক সাম বাহাদুর। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে ‘সাম মানেকশর’-এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে। ছবিতে ভিকি ওরফে সাম মানেকশর-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানায়া মলহোত্রাকে। এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দঙ্গল গার্ল ফতিমা সানা শেখকে। এছাড়াও নীরজ কবি সহ বলিউডের বেশ কিছু তারকাকেও দেখা যাবে ছবিতে।

Latest Videos

 

 

গত বছর অর্থাৎ ২০২২ সালে আগস্ট মাস থেকেই ‘সাম বাহাদুর’ ছবির শুটিং শুরু করেছেন মেঘনা গুলজার। উত্তর ভারত ও পূর্ব ভারত মিলিয়ে ইতিমধ্যেই দেশের নয়টি শহরে ছবির শুটিং করেছেন ভিকি, সানায়া,ফতিমারা। এবং এর মধ্যে কলকাতা এবং ব্যারাকপুরও রয়েছে। এবার 'সাম বাহাদু'র'-এর শুটিং করতে দশম শহরে এসে পৌঁছলেন ভিকি কৌশল। এবং সেই খবরও নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। তবে কোন শহরে শুটিংয়ের জন্য পৌঁছেছেন তা কিন্তু খোলসা করে বলেননি অভিনেতা। চলতি বছরের শেষের প্রথম দিনেই বড়পর্দায় মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত ‘সাম বাহাদুর’। আপাতত ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। খুব অল্প সময়ের মধ্যে বলিউড অভিনেতা ভিকি কৌশল সকলের হৃদয় জয় করে নিয়েছেন এবং কম দিনের মধ্যেই দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। 'মাসান' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ভিকি কৌশল। এবং 'সঞ্জু' এবং 'রাজি'-এর মতো চলচ্চিত্র দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন অভিনেতা। ভিকি কৌশল 'রাজি'-তে অভিনয় করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন । ছবিতে ইকবালের ভূমিকায় ফাটিয়ে অভিনয় করেছেন ভিকি। আলিয়া ভাটের বিপরীতে ভিকির এই অভিনয় আজও দর্শকমনে গাঁথা।

আরও পড়ুন-

বলিউডের নয়, শেষমেষ পাঞ্জাবের ক্যাটরিনাতে মজলেন ভিকি কৌশল, একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেই ভাইরাল ভিকি-সানা

স্ত্রী হিসেবে কেমন ক্যাটরিনা ? দেখুন কি উত্তর দিলেন স্বামী ভিকি কৌশল

Vicky Kaushal Instagram: রিসেপশনের আগেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট ভিকি কৌশলের হঠাৎ কেন এমনটা লিখলেন ভিকি

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ