সংক্ষিপ্ত
তিনি বলেন, অনেক মানুষই এমন আছেন নিজের ব্যক্তিগত খার ও দ্বন্দ্বের জন্য বাঘা যতীনকে কম রেটিং দিচ্ছেন। মিথ্যে রিভিউ দিচ্ছেন। আপ
পুজোর সময় মুক্তি পেয়েছে একাধিক বাংলা ছবি। লড়াইয়ে ময়দানে পা দিয়েছেন দেব, সৃজিত, শিবপ্রসাদ ও কোয়েল। মুক্তি পেয়েছে দেবের বাঘা যতীন, সৃজিতের দশম অবতার, কোয়েলের মিতিন মাসি ও শিবপ্রসাদের রক্তবীজ। এই লড়াইয়ে কে জিতল বা কে হারল তা তো ছবির আয় ও রেটিং বলবে। কিন্তু, জানেন কি এই ছবির কারণে রেগে আগুন দেব।
এক বীরের কাহিনি নিয়ে তৈরি বাঘা যতীন। এই ছবির কথা ঘোষণা করেছিলেন স্বাধীনতা দিবসের দিন। তারপর ট্রেলার লঞ্চ থেকে ছবির প্রমোশন সব নিয়ে খবরে ছিলেন দেব। এবার সেই ছবির কারণে বেজায় চটে গেলেন নায়ক। জানা গিয়েছে, ছবির খারাপ রেটিং দেখে দেলে গিয়েছেন তিনি।
তিনি বলেন, অনেক মানুষই এমন আছেন নিজের ব্যক্তিগত খার ও দ্বন্দ্বের জন্য বাঘা যতীনকে কম রেটিং দিচ্ছেন। মিথ্যে রিভিউ দিচ্ছেন। আপনাদের কি মনে হয় না, সোজা খেলার সময় এসেছে? বাংলা ছবির পাশে দাঁড়ানোর সময় এসেছে? নিজেকে বদলালে একটা বিরাট পরিবর্তন আসবে। কারণ, তোমরা যদি পড়ে যাও আমিও ফেইল করব। আর তোমরা যদি পড়ে যাও আমিও ফেইল করব। আর তোমরা যদি জিতে যাও তবে আমি উঠব।
ব্রিটিশদের অত্যাচার, যতীন্দ্রনাথ ইন্দুবালার মিষ্টি দাম্পত্যের কাহিনি উঠে এসেছে ছবিতে। ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। প্রেম, ভালোবাসা, অ্যাডভেঞ্চার, অ্যাকশন নিয়ে মুক্তি পেল বাঘা যতীন। যতীন্দ্রনাথের সংগ্রামের গল্প নিয়ে এল ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে দেবের প্রোডাকশন হাউস। এক ভিন্ন লড়াইয়ে গল্প নিয়ে মুক্তি পেল ছবিটি।
আরও পড়ুন
ডায়েট ভেঙে ভোগ খেলেন কিয়ারা ও রানি, সপ্তমীতে ভাইরাল নায়িকাদের পেটপুজোর ভিডিও
জয়া বচ্চন থেকে ইমতিয়াজ আলি- উপস্থিত ছিলেন মুম্বইয়ের দুর্গাপুজোতে, রইল ছবি
আইনের জাঁতাকলে বলি-অভিনেতা, পাঁচ বছরের পুরনো হিট অ্য়ান্ড রান মামলায় কারাদণ্ডের নির্দেশ