Year Ender 2023: তারকাদের বিয়ে থেকে ছবি ঘিরে বিতর্ক, গোটা বছর ধরে বিনোদন দুনিয়ায় ঘটেছে নানান ঘটনা, রইল সেরা ১০ খবর

গোটা বছর ধরে বিনোদন দুনিয়ায় ঘটেছে নানান ঘটনা। একাধিক তারকা সাত পাকে বাঁধা পড়েছেন। তেমনই একাধিক ছবি গড়েছে রেকর্ড। রইল সেরা ১০টি বিনোদনের খবর।

 

Sayanita Chakraborty | Published : Dec 15, 2023 11:22 AM
110

পাঠান

চলতি বছরের শুরু দিকে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত পাঠান। ছবিটি পুরনো সকল রেকর্ড ভেঙে দিয়েছে। ১০০০ কোটির গন্ডি পার করেছিল পাঠান তাও ২৭ দিনের মধ্যে। কিং খানের এই ছবিতে বাদশার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন ।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/shah-rukh-khan-s-film-pathaan-crosses-1000-crore-worldwide-brd/articleshow-3lg5dgm 

210

সাত পাকে কিয়ারা আডবানি-সিড

চলতি বছরে সাত পাকে বাঁধা পড়ছেন কিয়ারা আডবানি। মিস থেকে মিসেস হয়েছেন কিয়ারা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন। রাজকীয় ভাব বিয়ে করেন কিয়ারা-সিড। বিয়ের দিন গোলাপী লেহেঙ্গাতে দেখা যায় কিয়ারা আডবানিকে।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/sidharth-malhotra-and-kiara-advanis-wedding-manish-malhotra-shares-details-about-bride-groom-s-outfit-brd/photoshow-rt84m2m 

310

আদিপুরুষ বিতর্ক

মুক্তির আগে জমিয়ে হয়েছিল প্রমোশন। ছবি মুক্তি পায় জুন মাসে। তবে, মুক্তির বিস্তর বিতর্কে জড়ায় আদিপুরুষ। ছবির দৃশ্য থেকে সংলাপ সব নিয়ে হয় বিতর্ক। এমনকী, ছবি নিষিদ্ধ করার দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/all-india-cine-workers-association-write-a-letter-to-pm-to-band-adipurush-and-demanding-fir-against-team-absc/articleshow-6kiqctv 

410

সাত পাকে পরিণীতি-রাঘব

২৪ সেপ্টেম্বর বিয়ে করেন পরিণীতি চোপড়া। আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পরেন পরিণীতি। বিয়ের দিন প্যাস্টেল রঙের পোশাকে সেজেছিলেন এই দুই। রাজস্থানে রাজকীয় ভাবে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও রাঘব।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/parineeti-raghav-wedding-event-started-with-90s-themed-party-see-the-details-absc/articleshow-znzvzgo 

510

গদর ২

২২ বছর পর মুক্তি পায় গদর ছবির সিক্যুয়েল। ফের জুটি বাঁধেন আমিশা প্যাটেল ও সানি দেওল। ব্যাপক আয় করেছিল ছবিটি। গদর ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল গদর ২-র কাহিনি। ছবির আয় গড়েছিল রেকর্ড। ওপেনিং ডে-তে ৭৬,০০০-র বেশি টিকিট বিক্রি হয়।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/gadar-2-movie-sells-more-than-75000-tickets-on-opening-day-absc/photoshow-43bs2u5 

610

জওয়ান 

বছরের মাঝামাঝি মুক্তি পায় জওয়ান। এই ছবি দিয়ে চলতি বছরে দ্বিতীয় বার বক্স অফিসে পা রাখেন বাদশা। এই ছবিটিও ব্যাপক আয় করে। শাহরুখের জওয়ান দেশ তো বটেই সঙ্গে দেশের বাইরেও রেকর্ড করা আয় করেছিল। মাত্র ৫ দিনে ৩০০ কোটির ঘরে পা দেয় ছবিটি।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/see-the-box-office-income-of-shah-rukh-khan-jawan-movie-on-fifth-day-absc/articleshow-wzb1cb9 

710

পরমব্রত-পিয়ার বিয়ে

চুপিসারে বিয়ে করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরম। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাদের বিয়ে ভাঙে ২০২১ সালে। বিয়ে ভাঙার খবর দুজনেই সোশ্যাল মিডিয়ায় জানায়। এবার ২ বছরের মধ্যে পরমের সঙ্গে সংসার বাঁধতে চলেছেন পিয়া চক্রবর্তী।

https://bangla.asianetnews.com/entertainment/bengali-cinema/parambrata-chatterjee-and-priya-chakraborty-will-get-married-on-november-27-monday-absc/articleshow-scoz4ug 

810

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি

টলিপাড়ায় সেরা জুটির তালিকা তৈরি করতে গেলে সবার আগে আসে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। একসঙ্গে ৪৯টি ছবি করে ফেলেছেন তাঁরা। এবার আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি। প্রকাশ্যে এল তারই ঝলক। ছবির নাম অযোগ্য। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

https://bangla.asianetnews.com/entertainment/bengali-cinema/poster-launched-of-prosenjit-chatterjee-and-rituparna-sengupta-50th-bengali-movie-absc/articleshow-9a2lvcb 

910

অ্যানিমেল

মুক্তির পর থেকে খবরে অ্যানিম্যাল। এই ছবি যে এত চমক দেবে তা হয়তো কেউ ভাবতে পারেননি। রণবীর কাপুর এর আগেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে, এবার এই ছবিতে এমন মারকাটারি চরিত্রে যেভাবে নজর কেড়েছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। আর রণবীরের অভিনয় যে দর্শক মনে স্থান পেয়েছে তার প্রমাণ মিলেছে ছবির আয়ে। ছবির আয় গড়েছে রেকর্ড।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/animal-movie-collect-236-crores-in-worldwide-box-office-within-3-days-absc/articleshow-cp55awh 

1010

ডানকি

বছরের শেষে মুক্তি পেতে চলেছে ডানকি। এই ছবি দিয়ে তৃতীয় বার বক্স অফিসে পা দেবেন শাহরুখ। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল, তাপসী পান্নুকে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ২২ ডিসেম্বর আসছে ছবিটি।

https://bangla.asianetnews.com/entertainment/bollywood/shah-rukh-khan-taapsee-vicky-and-gang-will-take-you-on-a-ride-of-friendship-dunki-trailer-is-out-absc/articleshow-rwkk6an 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos