সংক্ষিপ্ত

শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান। এবার ১০০০ কোটির গন্ডি পার করল পাঠান। দ্বিতীয় হিন্দি ছবি হিসাবে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল শাহরুখের এই ছবি।

 

২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ,পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা। 'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান। এবার ১০০০ কোটির গন্ডি পার করল পাঠান। দ্বিতীয় হিন্দি ছবি হিসাবে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল শাহরুখের এই ছবি।

'পাঠান' ছবি মুক্তির মাত্র ২৭ দিনের মধ্যেই ১০০০ কোটির ক্লাবে ঢুকে নয়া রেকর্ড গড়ল শাহরুখের ছবি। যশরাজ ফিল্মসের সবচেয়ে হিট ছবির মধ্যে অন্যতম এটি। এদিন যশরাজ ফিল্মসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়, পাঠান বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির গন্ডি পার করল। আসুন সকলে মিলে পাঠানকে বড়পর্দায় সেলিব্রেট করি। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। এবং ১০০০ কোটির ক্লাবে পা রেখেছে পাঠান। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি।

 

 

'পাঠান'ঝড়ে কাঁপছে গোটা দেশ। বাহুবলির ২-এর রেকর্ড-কেও ভেঙে দিয়েছে 'পাঠান'।বলিউডের একচেটিয়া ছবির ব্যবসায়িক সাফল্যের নজির পার করেছে পাঠান। এমনকী কেজিএফ ছবির সাফল্যকেও পিছনে ফেলে দিয়েছে পাঠান। ২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিতর্ক-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। রবিবার হোক কিংবা সোমবার পাঠান ছবির বক্স অফিস কালেকশন ছাপিয়ে গেছে হিন্দি ছবির রেকর্ড। মুক্তির দিন থেকে'পাঠান'নিয়ে যা উত্তেজনা দেখা গেছে তাতে একপ্রকার সকলেই নিশ্চিত ছিল ছবি ব্লকব্লাস্টার হিট হতে চলেছে। খুব শীঘ্রই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে মুক্তি পাবে পাঠান। তবে যশ রাজ কর্তৃপক্ষের তরফে এই ছবির চায়না মার্কেটে মুক্তির পরিকল্পনা রয়েছে কি না তা স্পষ্ট নয়। শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ছবির সাফল্যের কথা ইনস্টায় শেয়ার করে লেখেন, ১০০০ কোটি পার করল পাঠান, পিকচার আভি বাকি হ্যায়।