শীতের মরসুমে দার্জিলিং পাড়ি, রোম্যান্সে মাতলেন গৌরব-ঋদ্ধিমা

  • নয়া লুকে ধরা দিলেন ঋদ্ধিমা-গৌরব
  • কাজের ফাঁকে খানিকটা ছুটি
  • দুই জুটি পাড়ি দিলেন দার্জিলিং
  • মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল ছবি

রিল লাইফ নয়, রিয়েল লাইফেই টলিপাড়ার হট জুটি ঋদ্ধিমা ও গৌরভ। এই জুটিকে একই সঙ্গে খুব একটা পর্দায় দেখা না গেলেও ক্যামেরার পেছনে সর্বদাই একে অন্যকে চোখে হারায়। এমনই এক জুটি হলেন তাঁরা। বেশ কয়েকবছর সম্পর্কের পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। তারপরই চার হাত এক। 

আরও পড়ুনঃ 'সিনেমার সমাবর্তন', ২০১৯-এর সেরার তকমা পেলেন কারা রইল তালিকা

Latest Videos

 

 

একাধিক ছবির শ্যুটিং নিয়ে এখন বেজায় ব্যস্ত গৌরব। ফলে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় মেলা ভার। এবার বছরের শুরুতেই খানিকটা সময় করে নিয়েই দার্জিলিং পাড়ি দিলেন এই দুটি। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করতে থাকেন তাঁরা। প্রতিটি ফ্রেমই যেন এক কথায় অনবদ্য। সম্পর্কের গভীরতা ফুঁটিয়ে তুলল যত্নসহকারে। 

 

 

দার্জিলিং-এ এখন তাপমাত্রা বেশ কম। কনকনে ঠাণ্ডায় জমিয়ে প্রেম। পোজ দিয়ে তা বোঝাতে বাকি রাখলেন না দুজনের কেউই। বিবাহিত জীবনে বেশ কয়েকটা বছর কাটলেও, এখনও তাঁদের মনে সেই শুরুর প্রেমই যেন আবারও জেগে উঠল। দুই জুটিকে একসঙ্গে বেশ মানায়। তারসঙ্গে যদি যুক্ত হয় পেছনে থাকা কাঞ্জনজঙ্ঘা, তবে তো আর কথাই নেই, পার্ফেক্ট ফ্রেমে বাজিমাত। 

Share this article
click me!

Latest Videos

জাল পাসপোর্ট মামলায় Mamata Banerjee-কে ধুয়ে দিলেন Sukanta Majumdar, দেখুন কী বলছেন তিনি
ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে 'বিস্ফোরক' প্রতিক্রিয়া চিরঞ্জিতের | Chiranjeet | India Bangladesh News
পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচন তৃণমূল জিততেই হিন্দুদের বিরুদ্ধে এ কী স্লোগান? দেখুন | VIral Video
এবার মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam | Bangladesh | India |