অ্যামাজন প্রাইমের প্রথম ডিজিটাল প্রিমিয়ার, জ্যোতিকার হাত ধরেই বিনোদনে ভিন্নতা পেল তামিল চলচ্চিত্র জগৎ

  • অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রথম ডিজিটাল প্রিমিয়ার
  • 'পনমগল ভনঢাল' প্রথম তামিল ছবি যা ডিজিটালে মুক্তি পাচ্ছে আজ
  • সাইথ সুপারস্টার সূর্য এবং জ্যোতিকা নিজেদের উদ্যোগে ওটিটি রিলিজের চেষ্টা করেছিলেন 
  • লিগাল ড্রামা ছবিটি নিয়ে উৎসাহিত ছবির কলাকুশলীরা

অ্যামাজন প্রাইম ভিডিওর প্রথম ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে। 'পনমগল ভনঢাল', লিগাল ড্রামা ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার সূর্য এবং জ্যোতিকা। কেবল অভিনয়ই করেননি। ছবিটির সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত তাঁরা। এই মুহূর্ত লকডাউনের পরস্থিতিতে দাঁড়িয়ে একে একে সকল প্রযোজক এবং পরিচালক ধীরে ধীরে ঝুঁকেছেন ডিজিটাল রিলিজের দিকে। বলিউডে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ডিজিটাল প্রিমিয়ার। এবার পিছপা হল না তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও।

আরও পড়ুনঃ'ধর্ষণ নিয়ে ছেলেখেলা সহ্য করব না', মধুমন্তী বাগচির গান শুনে কুরুচিকর মন্তব্য এক ব্যক্তির

Latest Videos

জ্যোতিকা এবং সূর্য নিজেদের প্রচেষ্টায় এই ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে ডিজিটাল প্রিমিয়ারের ব্যবস্থা করেছেন। ছবির গোটা কলাকুশলীরা ছবিটি নিয়ে অত্যন্ত উৎসাহিত। যে সকল পরিচালক, প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীরা ডিজিটাল রিলিজের তেমন গুরুত্ব দিচ্ছেন না তাঁদের জন্য একটি উদাহরণ দাঁড় করাতে চাইছেন জ্যোতিকা। ছবির পরিচালনা করেছেন জে জে ফ্রেডরিক। আজ ছবিটি প্রিমিয়ারের পর আগামীকাল সকল অ্যামজন প্রাইম সদস্যরা দেখতে পাবেন ছবিটি। কে বাকিরাজ, আর পার্থিবন, পন্ডিরাজন, প্রতাপ পোঠান, সুধা, সুরাজ সধানাথের মত বহু দক্ষিণী ব্যক্তিত্বরা জড়িত এই ছবির সঙ্গে। 

আরও পড়ুনঃমৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে দেশ, চোখে জল নিয়ে কলম ধরলেন রুদ্রনীল

জ্যোতিকা নিজের ছবিটি বিষয় জানিয়েছেন, "পনমগল ভনঢালের ডিজিটাল প্রিমিয়ার আমরা সকলেই খুব উৎসাহিত। ছবিটির সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী, কুশিলবরা নিজের কালঘাম দিয়ে ফিল্মটি তৈরি করেছেন। চিত্রনাট্যে এমন একজন শক্তিশালী নারীচরিত্রে অভিনয় করতে পেরে ভীষণই খুশি। অ্যামাজন প্রাইম ভিডিওর কারণে কেবল তামিল সিনেপ্রেমীরাই নয়, বিশ্বের সকল সিনেপ্রেমীদের কাছে ছবিটি পৌঁছে যাবে।"

Share this article
click me!

Latest Videos

'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today