বছর দুয়ের আগেই ছড়িয়েছিল করোনা ভাইরাস, কোরিয়ান ওয়েব সিরিজে কপালে হাত নেটিজেনের

Published : Mar 27, 2020, 01:15 PM IST
বছর দুয়ের আগেই ছড়িয়েছিল করোনা ভাইরাস, কোরিয়ান ওয়েব সিরিজে কপালে হাত নেটিজেনের

সংক্ষিপ্ত

বছর দুয়েক আগে প্রদর্শিত হয়েছিল কোরিয়ান ওয়েব সিরিজ। করোনা ভাইরাসের প্রথম উল্লিখিত হয়েছিল এই কোরিয়ান ওয়েব সিরিজ মাই সিক্রেট টেরিয়াস। ভাইরাসের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে সিরিজে। দু'বছর আগের এই ওয়েব সিরিজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

নেটফ্লিক্সে ভাইরাল হল করোনা ভাইরাস উল্লিখিত একটি ওয়েব সিরিজ। কোরিয়ান এই ওয়েব সিরিজ মাই সিক্রেট টেরিয়াস। সিরিজটির সিজন একের, দশ নম্বর এপিসোডে উল্লেখ করা হয়েছে করোনা ভাইরাসের কথা। কেবল উল্লেখ করা হয়েছে বললে ভুল হবে। করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য যা আজ গোটা বিশ্ব জানে, তা বছর দুয়ের আগেই উল্লিখিত হয়ে গিয়েছে এই ওয়েব সিরিজে। 

আরও পড়ুনঃলকডাউনে ঘরবন্দি গোটা দেশ, দূরদর্শনে আসতে চলেছে 'রামায়ণ'

আরও পড়ুনঃসলমনের জন্যই প্রেম অর্জুন-মালাইকার, ভাইয়ের সংসার ভাঙবে বোঝার আগেই সব শেষ

কোরিয়ান এই সিরিজের এই এপিসোডটিতে দেখানো হয়েছে একটি হাসাপাতালের দৃশ্য। সেখানে একজনের হাতে ডাক্তার একটি রিপোর্ট ধরিয়ে বলছেন করোনা ভাইরাসের কথা। ১৩-১৪ দিন শরীরে বাসা বাঁধে এই ভাইরাস। তারপর ধীরে ধীরে ফুসফুস সরাসরি গিয়ে আঘাত করে এই ভাইরাস। দৃশ্যতে এও দেখানো হয়েছে, ভাইরাসের মারণ ক্ষমতা নব্বই শতাংশয়ে গিয়ে দাঁড়াতে বারে। 

 

আরও পড়ুনঃবাসন মাজার পর ঝাঁটা হাতে ক্যাটরিনা, নেটপাড়ায় ভাইরাল হল ছবি

একজন নেটফ্লিক্স ইউজার সিরিজটির দৃশ্যটি রেকর্ড করে নেটদুনিয়ায় আপলোড করেছেন। করোনা নিয়ে যেখানে গোটা দেশ আতঙ্কিত, সেখানে ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সকলের মনে একটাই প্রশ্ন জেগে উঠছে, কোরিয়ার কি তাহলে আগেই টের পেয়েছিল করোনা ভাইরাসের। নাকি পুরো বিষয়টি কাকতালিয়।  

PREV
click me!

Recommended Stories

অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?
প্রবল গরমে সত্যজিৎ রায়ের এই ছবিতে কী করে শ্যুট করেছিলেন? রাগের পরিবর্তে মজার কথাই জানালেন শর্মিলা