কোজাগরীতে ‘ইদের চাঁদ’ নুসরত জাহান! রাজ্যবাসীদের আন্তরিক শুভেচ্ছায় সাংসদ

কপালে ছোট্ট টিপ। হাল্কা লিপস্টিক আর কাজলে সাংসদ-তারকা অসমান্যা। হাতে মাটির থালায় নানা ফুলের পাপড়ি সাজানো। একই অঙ্গে যেন তিনি কোজাগরী, ইদের চাঁদও।

বিরল দিন! যে পূর্ণিমার চাঁদ লক্ষ্মীর আবাহন জানাবে। সেই চাঁদেই পড়বে ইদের ছায়া। রবিবার একই দিনে ধন-সম্পদের দেবীর আরাধনা। ইদের পরবও। এমন দিনে রাজ্যবাসীদের উদ্দেশ্যে সর্বধর্মসমন্বয়ের বার্তা দিলেন নুসরত জাহান। জানালেন ইদের শুভেচ্ছা। যে কোনও উৎসবে সম্প্রীতির বার্তা দিতেই দেখা যায় তাঁকে। পরধর্মসহিষ্ণুতার কথাই বলেন তিনি। এ দিনেও নুসরতের সেই মনোভাবে কোনও বদল ঘটেনি।

এর আগে বহু বার তিনি জানিয়েছেন, তিনি সব ধর্মের প্রতি সমান সহিষ্ণু। সব ধর্মকেই সম্মান করেন তিনি। তাই রথের দিন রশিতে টান দেন। জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো দেন। দুর্গাপুজোয় ঢাক বাজাতে দেখা যায় তাঁকে। অঞ্জলিও দেন অনায়াসেই। আবার দশমীতে হিন্দু রমণীর মতোই সিঁদুরখেলায় মাতেন। সেই নুসরত এ দিন মেতেছিলেন মুসলিম ধর্মের বিশেষ পরবে।

Latest Videos

এ দিন শাড়ি নয়, তিনি সুন্দরী পেস্তা সবুজ আর সাদার মিলমিশে তৈরি লেহেঙ্গা-চোলিতে। কাঁধছোঁয়া রুপোর ঝুমকো। পিঠ ছাপানো খোলা চুল। কপালে ছোট্ট টিপ। হাল্কা লিপস্টিক আর কাজলে সাংসদ-তারকা অসমান্যা। হাতে মাটির থালায় নানা ফুলের পাপড়ি সাজানো। একই অঙ্গে যেন তিনি কোজাগরী, ইদের চাঁদও। এ ভাবেই এ দিন তিনি অনুরাগীদের সামনে। এর আগে সংবাদমাধ্যমে নুসরত জানিয়েছেন, তিনি এবং যশ দাশগুপ্ত সব ধর্ম মানেন, সম্মান করেন। তাই তাঁদের দুই সন্তান হিন্দু না মুসলিম— কোন ধর্ম পালন করবে? তাই নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামান না। পুরোটাই তাঁরা ছেড়ে দেবেন ছেলেদের উপরে। তারা বড় হয়ে যা ভাল বুঝবে সেটাই করবে। নুসরত এও বলেন, তাঁর সন্তান সর্বধর্মসমন্বয়ের জীবন্ত উদাহরণ। 

গত দু’বছর দুর্গাপুজো ম্লান করোনা কারণে। এ বছর সুদে আসলে উশুল করে নিয়েছে বঙ্গবাসী। সেই উৎসবের জোয়ারে মেতেছিলেন নুসরত-যশও। মহাষ্টমীর দিন পুজোর জমাটি আড্ডার আয়োজন করেছিলেন তাঁরা। খাওয়াদাওয়া, আড্ডা— কিচ্ছু বাদ ছিল না। যশ-নুসরতের অষ্টমীর পার্টিতে এসেছিলেন শ্রাবন্তীর চর্চিত প্রেমিক অভিরূপ নাগচৌধুরী। বহু দিন পরে নুসরতের বাড়িতে এসেছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাতাকাটা ব্লাউজ। সঙ্গে গোলাপি রঙের জর্জেট শাড়ি। ছিপছিপে শুভশ্রী আগের মতোই ঝকঝকে। বাদ যাননি ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী, পার্নো মিত্রও। মহাষ্টমীতে পুরনো ‘গার্লস গ্যাং’ যেন ফের স্বমহিমায়। এ দিন যশ-নুসরতের পোশাকের রঙে মিশে গিয়েছিল রাতের অন্ধকারের মতোই গাঢ় কালো রং।

আরও পড়ুন-
অয়নের ত্রিকোণ প্রেম, নাকি প্রীতির সন্তানসম্ভবা হয়ে পড়া, কোন কারণে তাকে সরিয়ে দিতে চাইল প্রীতির পরিবার?
শ্যালিকার মেয়ের সঙ্গে সম্পর্ক, এরপর নিজের মেয়ের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার লোভেই কি খুন হয়েছিলেন হাওড়ার রেলকর্মী?
নিজে হাতে ধনদেবীর পুজো করলেন মদন মিত্র, গলায় রইল ‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে’ স্তব

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia