Ritabhori-Parambrata: 'ডেটিংয়ের পরে ভাববো দা শব্দটা কাটা যায় কি না' ঋতাভরীর ডেট প্রপোসালের জবাব দিলেন পরমব্রত

টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ডেটিং- এ যেতে চান বলে আগেই জানিয়েছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।  সম্প্রতি একটি জনপ্রিয় শো- তে এসে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেন অভিনেত্রী।  এবার সেই প্রপোসালের জবাব দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। খানিক মজার ছলেই জানালেন নিজের মনের কথা ও। 

টলি পাড়ার দুই জনপ্রিয় নাম পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। তবে শুধু টলিউডে নয় ইতিমধ্যে বলিউডে ও পা রেখেছেন দুজনে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হিন্দি ছবি 'পরী' (Pari)। এই সিনেমাতে একসাথে দেখা মিলেছিল পরমব্রত এবং ঋতাভরীর (Parambrta & Ritabhori)। এরপর টিকি-টাকা ছবিতেও একসাথে দেখা গেছে এই জুটিকে। দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রায় অনেকদিনের। তবে শুধুই কি বন্ধুত্ব না কি সম্পর্কের মাঝে রয়েছে অন্য সমীকরণ? পরমব্রত- ঋতাভরী ফ্যান মহলে এই প্রশ্ন ঘুরপাক খচ্ছিল প্রায় অনেকদিন ধরেই।  সেপ্টেম্বর মাসে পরমব্রতকে (Parambrata Chatterjee) নিয়ে একটি পোস্ট করেছিলেন ঋতাভরী যেখানে অভিনেত্রী লিখেছিলেন, 'রোদ হোক কিংবা বৃষ্টি, জীবনে যে কোনও পরিস্থিতিতে কয়েকজনের উপর ভরসা করা যায়। তুমি আমার কাছে ঠিক তেমনই একজন। আমার শক্তির কান্ডারি।'

 

Latest Videos

এরপর আবার ও অভিনেতাকে নিয়ে মুখ খুলেছেন ঋতাভরী (Ritabhori Chakraborty)।  সম্প্রতি জনপ্রিয় শো 'ইস্ক উইথ নুসরাততে' (Ishq With Nusrat) এসেছিলেন ঋতাভরী (Ritabhori Chakraborty)।  সেখানেই ঋতাভরীকে নুসরাত (Nusrat Jahan) প্রশ্ন করেন যে, 'যদি ডেটিংয়ের বিষয়ে প্রশ্ন করা হয় তবে ঋতাভরীর (Ritabhori Chakraborty) প্রথম পছন্দ কে হবে?' আর এই প্রশ্ন পেয়ে সোজাসুজি নিজের মনের কথা প্রকাশ্যে জানিয়ে দেন ঋতাভরী (Ritabhori Chakraborty)।  তিনি বলেন, এক্ষেত্রে তাঁর পছন্দ 'পরমদা'। এরপরই নুসরাত (Nusrat Jahan) মজার ছলে জিজ্ঞাস করেন, ' এই নাহলে বাঙালি! ডেটিংয়ে যাওয়ার ইচ্ছা আবার দাদা বলেও সম্বোধন?' ঠিক তারপরই ঋতাভরী (Ritabhori Chakraborty) জানায় ডেটিংয়ের পর দাদা সম্বোধনটি মুছে ফেলবেন অভিনেত্রী। 

আরও পড়ুন- Nusrat Jahan: 'প্রধানমন্ত্রী জবাব দিন' লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বিক্রি নিয়ে তীব্র আক্রমণ নুসরাত জাহানের

তবে শুধু ঋতাভরী নয় এবার নিজের মনের কথা জানালেন পরমব্রত ও। সম্প্রতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। এখানে পরমব্রতকে (Parambrata Chatterjee) বলতে শোনা গেছে যে, 'হ্যাঁ আমি শুনলাম ঋতাভরী (Ritabhori Chakraborty) আমার সাথে ডেটিংয়ে যেতে চেয়েছে। গায়ে কাঁটা চোখে জল! তবে এটা প্রথমবার নয়, ও আগেও এমন কথা বলেছে। আমাকে ব্যাক্তিগতভাবে ও এই কথাটা ও বলেছে। আমার সবসময় খুব ভালো লাগে এরম জিনিস শুনতে পেলে।  আর ভালো লাগবে নাই বা কেন? এটা তো ভালো লাগার মতোই তো কথা। স্বাস্থ্যের লক্ষণ। খুব ভালো লাগলো ঋতাভরী তোমার এই ইচ্ছাটা আরও একবার শুনে। তবে ডেটিংয়ের পর বরং আমরা ঠিক করব যে আমরা 'দা' টা উড়িয়ে দেব না কি 'দা' দিয়ে এক অপরকে কাটবো।' 

আরও পড়ুন- ​Winter Special Episode: কোথাও পিকনিক, কোথাও শীতের প্রস্তুতি, জি বাংলা পরিবারে স্পেশ্যাল পর্বে চমক

নিছক মজার ছলে বললেও ডেটিংয়ে সম্মতি দিয়েছেন বলেই নেটিজেনদের মত। তবে ডেটিংয়ে গিয়ে দুজনের বন্ধুত্ব কোথায় ঠেকবে তা বোঝা না গেলেও দুজনের একে ওপরের প্রতি এই ধরণের মন্তব্য শুনে এ কথা স্পষ্ট যে তাঁদের বন্ধুত্বের গভীরতা নেহাতই গভীর। তবে পছন্দের জুটি ডেটিংয়ে কবে যাবেন সেই অপেক্ষায় আছেন এই জুটির ভক্তরা। 

আরও পড়ুন- Aindrila Sharma: ভালোবাসার কাছে হার মারণ রোগের, সব্যসাচীর মন্ত্রে ক্যানসার জয়ী ঐন্দ্রিলা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন