টেক্কায় টক্কর! মাত্র ২০ দিনেই ব্রহ্মাস্ত্রের বক্স অফিস কালেকশন ছাপিয়ে দিল পোন্নিয়ান সেলভান ওয়ান

বক্স অফিস কালেকশনে ব্রহ্মাস্ত্রের গন্ডি পেরোলো পোন্নিয়ান সেলভান ওয়ান। মুক্তির মাত্র ১৫ দিনেই ৪০০ কোটির ব্যবসা করে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় ব্রহ্মাস্ত্রকে সরিয়ে নাম আসে পোন্নিয়ান সেলভান ওয়ানের। 
 

৩০ সেপ্টেম্বর অর্থাৎ উৎসবের মরশুমকে আরও রঙিন করতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মণি রত্নমের ফিল্ম পোন্নিয়ান সেলভান ওয়ান। আপনি কি জানেন সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ইতিমধ্যেই পেরিয়েছে ব্রহ্মাস্ত্রের বক্স অফিস কালেকশন? হ্যাঁ আশ্চর্যকর বিষয় হলেও এটাই সত্যি যে ৫০০ কোটির বাজেটে তৈরি এই মাল্টিস্টারার ছবি ইতিমধ্যেই আয় করেছে ৪৫১ কোটি। এতদিন পর্যন্ত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র থাকলেও বর্তমানে তার নাম সরিয়ে এসেছে পোন্নিয়ান সেলভান ওয়ান। মাল্টিস্টারার এই ছবিতে দক্ষিণের প্রখ্যাত তারকা ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী  ঐশ্বর্য রাই বচ্চন

বিনোদন খবরের প্রতিবেদন অনুসারে, ৪১০ কোটির বাজেটে তৈরি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ছবি ব্রহ্মাস্ত্র মুক্তির ২৫ দিনের মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ৪২৫ কোটির ব্যবসা করে। অন্যদিকে পোন্নিয়ান সেলভান ওয়ান মুক্তির মাত্র ১৫ দিনে পেরিয়েছে ৪০০কোটির অঙ্ক। পিএস ওয়ান এখনও পর্যন্ত থিয়েটারে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চলেছে। চলচ্চিত্র সমালোচক মনোবালা বিজয়বালান টুইট করে জানিয়েছিলেন যে পোন্নিয়ান সেলভান ওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৫১ কোটির ব্যবসা করেছে।  প্রথম সপ্তাহে এর আয়ের পরিমাণ ছিল ৩০৯ কোটি অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে আয় করে ১০৭.৩৫ কোটি।  তৃতীয় সপ্তাহান্তের আয় সহ, ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়ায় ৪৫১ কোটি।করেছে। অন্যদিকে পোন্নিয়ান সেলভান শুধুমাত্র তামিল বক্স অফিসেই ব্যবসা করে 200 কোটির।

Latest Videos

বক্স অফিস কালেকশন প্রসঙ্গে কেজিএফ ২ এর কথা না বললেই নয়। দক্ষিণের রকিং তারকা যশের কেজিএফ ২ বিশ্বব্যাপী ১২৩০ কোটি টাকার ব্যবসা করেছিল। এ বছর বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় প্রথম স্থানে রয়েছে সিনেমাটি। পাশাপাশি আর আর আর তালিকার রয়েছে দুই নম্বরে যার বক্স অফিস কালেকশন ছিল ১১৪০কোটি। বক্স অফিস কালেকশনের মোট আয়ে আপাতত তৃতীয় নম্বরে রয়েছে পোন্নিয়ান সেলভান ওয়ান

আরও পড়ুন

একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার, সহবাসের যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় ঐশ্বর্যকে

'ব্রা-প্যান্টিও রাখা যাবে না শরীরে', নগ্ন হওয়ার প্রস্তাব শুনেই বেজায় চটেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন

নেটিজেনদের মতে ঐশ্বর্য রাই বচ্চন আবারও মা হতে চলেছেন, একথা কি সত্যি ? চোখ রাখুন খবরে


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today