অক্ষয়ের বডি ডাবলের কাজ করে ছিলেন রোহিত শেট্টি, প্রকাশ্যে এক চমকপ্রদ কাহিনি

রোহিত শেট্টি (Rohit Shetty) ও অক্ষয় কুমারের (Akshay Kumar) বন্ধুত্বের কথা সকলেই জানেন। তাঁদের জুটির কামাল দেখেছি আমরা সকলেই। তাঁদের ছবিতে অ্যাকশন সিক্যোয়েন্স (Action Sequence), কমেডি (Comedy), রোম্যান্স (Romance) সবই থাকে। সে কারণে অক্ষয় ও রোহিতের ছবি মানে সুপার-ডুপার হিট। এই দুইয়ে অনস্ক্রিন এবং অফস্ক্রিন বন্ধুত্বের কথা সকলেই জানেন। তবে, জানেন কি একবার অক্ষয়ের হয়ে প্রক্সি দিয়েছিলেন রোহিত শেট্টি।

রোহিত শেট্টি (Rohit Shetty) ও অক্ষয় কুমারের (Akshay Kumar) বন্ধুত্বের কথা সকলেই জানেন। তাঁদের জুটির কামাল দেখেছি আমরা সকলেই। এই দুটির প্রতিটি প্রায় ছবিই  ১০০ কোটি ক্লাবে পা দিয়েছে। রোহিতের পরিচালনায় অক্ষয়ের অভিনয় সব সময়ই মন কাড়ে দর্শকদের। তাঁদের ছবিতে অ্যাকশন সিক্যোয়েন্স (Action Sequence), কমেডি (Comedy), রোম্যান্স (Romance) সবই থাকে। সে কারণে অক্ষয় ও রোহিতের ছবি মানে সুপার-ডুপার হিট। এই দুইয়ে অনস্ক্রিন এবং অফস্ক্রিন বন্ধুত্বের কথা সকলেই জানেন। তবে, জানেন কি একবার অক্ষয়ের হয়ে প্রক্সি দিয়েছিলেন রোহিত শেট্টি।  

রোহিত জানান, নব্বইয়ের দশকের একটি ছবিতে অক্ষয়ের বডি ডাবল (Body Double) হিসেবেও কাজ করেছেন তিনি। তিনি বলেন, সুহাগ ছবির শ্যুটিংয়ে আমি কিন্তু অক্ষয়ের বডি ডাবল হিসেবে কাজ করেছি। তার জন্য ওঁর মতো হাঁটাচলাও শিখতে হয়েছিল।  রোহিতের এই কথা বেশ সাড়া ফেলেছে দর্শক মনে। যদিও পরিচালক হিসেবে ডেবিউ করার আগে রোহিতের কেরিয়ারের গ্রাফ তেমন সহজ ছিল না। বাবা স্টান ডিরেক্টর হওয়া সত্ত্বেও বহু কাঠ খড় পোড়াতে হয় তাঁকে। বলি ডাবলের কাজ করতেন তিনি, স্টান্ট করতেন এমনকী, সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। তাঁর কেরিয়ারের উত্থান পতন সত্যিই নজর কাড়ে দর্শকদের। 

এদিকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির তৃতীয় ছবি ‘সূর্যবংশী’। যার মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় ও ক্যাটরিনা। বক্স অফিসে প্রতিবারের মতো এবার তুফান তুলেছিল এই ছবিটি। ফের জয় হয়েছিল রোহিত-অক্ষয়ের জুটি। এদিকে অক্ষয় বর্তমানে বেশ ব্যস্ত বচ্চন পাণ্ডে ছবির প্রমোশন নিয়ে। কমেডি (Comedy) ঘরানার এই ছবিতে অক্ষয় ছাড়া আছেন আরশদ ওয়ার্সি, কৃতি শ্যানন, জ্যাকলিন। এবার সব জল্পনাতে উড়িয়ে সম্প্রতি কপিল শর্মা শো-তে এসেছে পুরো টিম। যে এপিসোডটি টেলিকাস্ট হবে এই সপ্তাহেই। দ্য কপিল শর্মা শো-তে একটি হোলি বিশেষ পর্ব চলছে। সেখানে অক্ষয় কুমার হোলির কিছু গল্প শেয়ার করবেন। সম্প্রতি, সোনি টিভির পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, অক্ষয় বলছেন, হোলির একটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তিনি আরও বলেন, কিছুলোক এমন ভাবে রঙ লাগাতে পিছনে আসে যেন তার প্রতিশোধ নিচ্ছে। এমনকী, দাঁতে পর্যন্ত রং ঘষে দেয়। এই ভিডিও থেকে স্পষ্ট এক রাশ মজার গল্প উঠে আসতে চলেছে এই এপিসোডে।   

আরও পড়ুন- তিন দিনে প্রায় ১০০ কোটি ছুঁলো রাধে শ্যাম, দেখে নিন কোন দিনে ছবির আয় কত

Latest Videos

আরও পড়ুন- কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনী, ৩ দিনে ১৫ কোটির গণ্ডি টপকালো 'দ্য কাশ্মীর ফাইলস'- এর বক্স অফিস কালেকশন

আরও পড়ুন- বিক্রম ছবির দিন ঘোষণা করলেন কমল হাসান, প্রকাশ্যে এল মেকিং ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী