এবারের গণেশ চতুর্থী জমবে সলমন খানের সঙ্গে, দেখুন নতুন গান বিঘ্নহর্তা

Published : Sep 09, 2021, 07:02 PM IST
এবারের গণেশ চতুর্থী জমবে সলমন খানের সঙ্গে, দেখুন নতুন গান বিঘ্নহর্তা

সংক্ষিপ্ত

বুধবারই রিলিজ করেছে বিঘ্নহর্তার ট্রেলার। সঙ্গে এবার নতুন গান। 

গণেশ চতুর্থীতে নয়া রূপে সল্লু মিঞাঁ (Salman Khan)। বলিউডের ভাইজান এবার আসছেন বিঘ্নহর্তা (Ganpati song Vighnaharta) নিয়ে। বুধবারই রিলিজ করেছে বিঘ্নহর্তার ট্রেলার। সঙ্গে এবার নতুন গান। রয়েছেন বরুণ ধাওয়ান, আয়ুশ শর্মাও। ভগবান শ্রী গণেশকে শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে এই তিন অভিনেতাকে। 

গানটির তালে নাচ করতে দেখা গিয়েছে তিনজনকেই। গানটি ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকদের। মনে করা হচ্ছে এবারের গণেশ চতুর্থী জমে উঠবে এই গানের তালেই। গোটা গানের ট্র্যাকটিই প্রকাশ করা হয়েছে। দর্শকদের থেকে মিলেছে দারুণ প্রতিক্রিয়াও। 

সলমান খান, বরুণ ধাওয়ান এবং আয়ুশ শর্মা একসঙ্গে একটি পারফেস্ট ফেস্টিভ মুডের গান উপহার দিয়েছেন। যা ফেস্টিভ ফিভারের আরও পারদ চড়িয়ে দিয়েছে। ভগবান গণেশকে সুন্দরভাবে শ্রদ্ধা জানিয়েও যেবাবে গানের তাল তৈরি করা হয়েছে, তাতে নাচবেন সলমন ভক্তরা, তা বলাই বাহুল্য। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?