এবারের গণেশ চতুর্থী জমবে সলমন খানের সঙ্গে, দেখুন নতুন গান বিঘ্নহর্তা

বুধবারই রিলিজ করেছে বিঘ্নহর্তার ট্রেলার। সঙ্গে এবার নতুন গান। 

গণেশ চতুর্থীতে নয়া রূপে সল্লু মিঞাঁ (Salman Khan)। বলিউডের ভাইজান এবার আসছেন বিঘ্নহর্তা (Ganpati song Vighnaharta) নিয়ে। বুধবারই রিলিজ করেছে বিঘ্নহর্তার ট্রেলার। সঙ্গে এবার নতুন গান। রয়েছেন বরুণ ধাওয়ান, আয়ুশ শর্মাও। ভগবান শ্রী গণেশকে শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে এই তিন অভিনেতাকে। 

গানটির তালে নাচ করতে দেখা গিয়েছে তিনজনকেই। গানটি ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকদের। মনে করা হচ্ছে এবারের গণেশ চতুর্থী জমে উঠবে এই গানের তালেই। গোটা গানের ট্র্যাকটিই প্রকাশ করা হয়েছে। দর্শকদের থেকে মিলেছে দারুণ প্রতিক্রিয়াও। 

সলমান খান, বরুণ ধাওয়ান এবং আয়ুশ শর্মা একসঙ্গে একটি পারফেস্ট ফেস্টিভ মুডের গান উপহার দিয়েছেন। যা ফেস্টিভ ফিভারের আরও পারদ চড়িয়ে দিয়েছে। ভগবান গণেশকে সুন্দরভাবে শ্রদ্ধা জানিয়েও যেবাবে গানের তাল তৈরি করা হয়েছে, তাতে নাচবেন সলমন ভক্তরা, তা বলাই বাহুল্য। 

Share this article
click me!

Latest Videos

'২০২৬-এ হিন্দু বিরোধী তৃণমূল সরকারকে উপড়ে ফেলব', বিধানসভার বাইরে থেকে হুঙ্কার শুভেন্দুর
'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ' যোগীকে নিশানা করে বিধানসভায় মন্তব্য মমতার | Mamata Banerjee | Mahakumbh
খুনের রহস্য উদঘাটনে পুলিশ, জলিল ও সুফিয়াকে নিয়ে পুনর্নির্মাণ | Barasat News Today | Duttapukur News
Mamata on Suvendu : "কবে থেকে হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন?" নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার
Plane Crash in Toronto : বিমানবন্দরে উল্টে গেল আস্ত প্লেন | #shorts #toronto #canada #planecrash