সারা বিশ্বে ওয়ার ছাড়াল ৪৫০ কোটিবলিউডে ৩০০ কোটিতে এই বছর প্রথম নাম লেখালো ওয়ারমধ্যরাতে সাফল্যের পার্টিতে হাজির ছবির সকল সদস্যরাদীপাবলিতেও বক্স অফিসে ঝড় তুলবে ওয়ার, অনুমান নেটিজেনদের  

চলতি বছরে খান-কুমার-কে পেছনে ফেলে একাই বক্স অফিসে ছক্কা হাকালেন হৃত্বিক-টাইগার জুটি। ওয়ার ছবি মুক্তির পর থেকেই তা বক্স অফিসে ঝড় তোলে। নবরাত্রীর মরশুমে মুক্তি পেয়েছে ছবি, ফলে তার প্রভাব তো বক্স অফিসে থাকবেই, এমনই মন্তব্য করেছিলেন অনেকেই। কিন্তু পুজোর মরশুম কেটে যাওয়ার পরও একইভাবে দর্শকদের উত্তেজনা থাকে তুঙ্গে।

View post on Instagram

ইতিমধ্যেই সেরা দশে নাম লিখিয়েছে ওয়ার ছবি। চলতি বছরে প্রথম বলিউড ছবি ওয়ার যা বক্স অফিসে ৩০০ কোটির ক্লাবে নাম লেখাল। এখানেই শেষ নয়, সারা বিশ্বে চার সপ্তাহে ৪৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। এখনও বাকি দীপাবলির মরশুম। ফলে ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ এখনও নামেনি। ফলে অনুমান করাই যায় এই ছবি আরও আয় প্রভাব ফেলবে বক্স অফিসে। 

View post on Instagram

ছবির এই সাফল্যকে ঘিরেই এবার সেলিব্রেশনের পালা। মঙ্গলবার এক পাঁচতারা হোটেলে ঘনিষ্ঠজনেদের নিয়ে মাতলেন হৃত্বিক-টাইগার-সিদ্ধার্থ। পার্টি উপস্থিত ছিলেন এদিন বাণী কাপুরও। সকলে মিলে পোজ দিয়ে ছবিও তুললেন। মুহুর্তে তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।