ক্যানসারের খবরে চমকে দিয়েছিলেন সোনালি! এক বছর লড়াইয়ের পরে কেমন আছেন তিনি

  • এক বছর আগে অভিনেত্রী সোনালি বেন্দ্রে জানান, তিনি হাই  গ্রেড ক্যানসারে আক্রান্ত
  • তার পর থেরে এই মারণ রোগের সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়েছেন সোনালি
  • এক বছর ধরে বিভিন্ন ওঠাপড়ার ছবি শেয়ার করেন তিনি
  • ঠিক এক বছর পরে একটি ছবি পোস্ট করে সেই স্মৃতিচারণ করলেন অভিনেত্রী
     
swaralipi dasgupta | Published : Jul 6, 2019 5:30 PM

ঠিক এক বছর আগে অভিনেত্রী সোনালি বেন্দ্রে জানান, তিনি হাই  গ্রেড ক্যানসারে আক্রান্ত। তার পর থেরে এই মারণ রোগের সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়েছেন সোনালি। এক বছর ধরে বিভিন্ন ওঠাপড়ার ছবি শেয়ার করেন তিনি। ঠিক এক বছর পরে একটি ছবি পোস্ট করে সেই স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। 

কখনও সম্পূর্ণ কেশহীনা অবস্থায়, কখনও উইগ পরে, বিভিন্ন ভাবে নিজেকে ধরা দিয়েছেন সোনালি বেন্দ্রে।  তেমনই বৃহস্পতিবার আরও একবার নতুন একটি ছবি পোস্ট করে নিজে কতটা সাহসী তাই প্রমাণ করলেন তিনি। এক বছর আগে নিজের ছবি আর এই মুহূর্তে তিনি কেমন দুটি ছবি পাশাপাশি রেখে একটি ছবি শেয়ার করেন সোনালি। এই ছবির ক্যাপশনে তিনি রুপি কৌরের বই মিল্ক অ্যান্ড হানি থেকে কিছু লাইন শেয়ার করেন। তার সঙ্গে তিনি লেখেন, এক বছর হয়ে গেল। আমি বলতে পারব না তোমরা কী ভাবে আমার পাশে ছিলে। ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য।

Latest Videos

 

 

তিনি হ্যাশট্যাগের মাধ্যমেই জানান এই একটা বছর তিনি ভয়ের সঙ্গে রীতিমতো লড়েছেন। এক বছর আগে সরফরোশ ছবির এই অভিনেত্রী ক্যানসারের খবর প্রকাশ্যে আনতেই বলিউডের অনেক তারকাই দুঃখপ্রকাশ করেন। অনেকেই পাশে দাঁড়ান সোনালির। ভক্তরাও এই খবরে ভেঙে পড়েন। কিন্তু সোনালিকে দমাতে পারেনি ক্যানসার। 

গত ৫ এপ্রিল মুম্বইয়ে পঞ্চম আন্তর্জাতিক কনফারেন্সেও তিনি ক্যানসার সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি জানান, ক্যানসার এমনই এক অসুখ যা যে কোনও মানুষের উপর চেপে বসতে পারে। তাঁর আরোগ্যে বলিউড-সহ ভক্তরা প্রত্যেকেই খুশি। 

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী