ক্যানসারের খবরে চমকে দিয়েছিলেন সোনালি! এক বছর লড়াইয়ের পরে কেমন আছেন তিনি

  • এক বছর আগে অভিনেত্রী সোনালি বেন্দ্রে জানান, তিনি হাই  গ্রেড ক্যানসারে আক্রান্ত
  • তার পর থেরে এই মারণ রোগের সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়েছেন সোনালি
  • এক বছর ধরে বিভিন্ন ওঠাপড়ার ছবি শেয়ার করেন তিনি
  • ঠিক এক বছর পরে একটি ছবি পোস্ট করে সেই স্মৃতিচারণ করলেন অভিনেত্রী
     
swaralipi dasgupta | Published : Jul 6, 2019 12:00 PM IST

ঠিক এক বছর আগে অভিনেত্রী সোনালি বেন্দ্রে জানান, তিনি হাই  গ্রেড ক্যানসারে আক্রান্ত। তার পর থেরে এই মারণ রোগের সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়েছেন সোনালি। এক বছর ধরে বিভিন্ন ওঠাপড়ার ছবি শেয়ার করেন তিনি। ঠিক এক বছর পরে একটি ছবি পোস্ট করে সেই স্মৃতিচারণ করলেন অভিনেত্রী। 

কখনও সম্পূর্ণ কেশহীনা অবস্থায়, কখনও উইগ পরে, বিভিন্ন ভাবে নিজেকে ধরা দিয়েছেন সোনালি বেন্দ্রে।  তেমনই বৃহস্পতিবার আরও একবার নতুন একটি ছবি পোস্ট করে নিজে কতটা সাহসী তাই প্রমাণ করলেন তিনি। এক বছর আগে নিজের ছবি আর এই মুহূর্তে তিনি কেমন দুটি ছবি পাশাপাশি রেখে একটি ছবি শেয়ার করেন সোনালি। এই ছবির ক্যাপশনে তিনি রুপি কৌরের বই মিল্ক অ্যান্ড হানি থেকে কিছু লাইন শেয়ার করেন। তার সঙ্গে তিনি লেখেন, এক বছর হয়ে গেল। আমি বলতে পারব না তোমরা কী ভাবে আমার পাশে ছিলে। ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য।

Latest Videos

 

 

তিনি হ্যাশট্যাগের মাধ্যমেই জানান এই একটা বছর তিনি ভয়ের সঙ্গে রীতিমতো লড়েছেন। এক বছর আগে সরফরোশ ছবির এই অভিনেত্রী ক্যানসারের খবর প্রকাশ্যে আনতেই বলিউডের অনেক তারকাই দুঃখপ্রকাশ করেন। অনেকেই পাশে দাঁড়ান সোনালির। ভক্তরাও এই খবরে ভেঙে পড়েন। কিন্তু সোনালিকে দমাতে পারেনি ক্যানসার। 

গত ৫ এপ্রিল মুম্বইয়ে পঞ্চম আন্তর্জাতিক কনফারেন্সেও তিনি ক্যানসার সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি জানান, ক্যানসার এমনই এক অসুখ যা যে কোনও মানুষের উপর চেপে বসতে পারে। তাঁর আরোগ্যে বলিউড-সহ ভক্তরা প্রত্যেকেই খুশি। 

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari