'এক রাতের জন্য কত টাকা', কুপ্রস্তাবের জবাবে কী বললেন স্বস্তিকা

Published : Nov 20, 2019, 12:05 PM ISTUpdated : Nov 20, 2019, 12:12 PM IST
'এক রাতের জন্য কত টাকা', কুপ্রস্তাবের জবাবে কী বললেন স্বস্তিকা

সংক্ষিপ্ত

রাত প্রতি কত এখন, প্রশ্নের উত্তরে যা বললেন স্বস্তিকা প্রকাশ্যেই ব্যক্তির নাম তুলে ঠাণ্ডা মাথায় জবাব অভিনেত্রী ক্ষমতা বুঝিয়ে দিয়ে উত্তর দিলেন স্বস্তিতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মন্তব্যকে ঘিরে সরব ভক্তরা

প্রকাশ্যে তারকাদের সোশ্যাল মিডিয়ার পাতায় অনেকেই কুপ্রস্তাব করে থাকেন। যা নিয়ে বহুবার সরব হয়েছেন তারকারা। স্পষ্টই সকলকে জানিয়ে দিয়েছিলেন তাঁরা, পছন্দ নয়, তবে কেন ফলো করেন! তুবও স্বভাব যায় না মলে। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভক্তদের প্রকাশ্যে তুলে এনে এক প্রকার তুলধনা করে ছেড়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হল না।

মঙ্গলবারই পুরুষ দিবস উপলক্ষ্যে যখন এক দিকে শুভেচ্ছা বার্তায় ভরে উঠছিল সোশ্যাল মিডিয়ার পাতা, তখনই প্রকাশ্যে একজন স্বস্তিকাকে প্রশ্ন করে বসেন, এক রাতের জন্য কত!, তার এই কুপ্রস্তাব প্রকাশ্যে নিয়ে এসে ঠাণ্ডা মস্তিষ্কে স্বস্তিকা উত্তর দেন- আপনার ক্ষমতার বাইরে, কল্পনা বিনামুল্যে, সেইটা চেষ্টা করতে পারেন। 

 

 

প্রকাশ্যে এই ধরনের প্রস্তাবের চরম নিন্দা করেছেন অনেক স্বস্তিকার ভক্তই। তন্ময় ঘোষ নামে ওই ব্যক্তি মানসিক রোগী বলেও আক্রমণ করেন অনেকে। এই ধরনের ঘয়টনা এর আগেও প্রকাশ্যে তুলে নিয়ে এসেছেন স্বস্তিকা। কেউ কুপ্রস্তাব দিলেই শান্ত ভাবে তাঁকে প্রকাশ্যে এনে উত্তর দিয়ে থাকেন এই টলি অভিনেত্রী। 
 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে