সলমন খানের সঙ্গে সেলফি তুলতে চান, তবে চিনে রাখুন এই ব্যক্তিকে

Published : Nov 24, 2019, 04:50 PM IST
সলমন খানের সঙ্গে সেলফি তুলতে চান, তবে চিনে রাখুন এই ব্যক্তিকে

সংক্ষিপ্ত

এবার হাতের মুঠোয় ভাইজান ইচ্ছে থাকলেই কথা বলা যাবে সলমন খানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিলেছে আরেক সলমনের খোঁজ  মুহুর্তে ভাইরাল টিকটক ভিডিও

ভাইজানের ভক্তের সংখ্যা অগুণিত। সলমন খানের ছবি মুক্তি পাওয়া মাত্রই মানুষের ঢল নামে প্রেক্ষাগৃহে। তাঁকে কাছ থেকে দেখার জন্য তাঁর জুহুর বাড়ির সামনে প্রতীক্ষা থাকেন ভক্তরা ঘন্টার পর ঘন্টা। দূর থেকে তোলা একটি ছবি, একবার হাত নাড়ার ভিডিওতেই নুপোকাত সকলেই। সেই ভাইজানের সঙ্গে যদি মেলে সেলফি তোলার সুযোগ, তবে কেমন হয় ব্যপারটা!

বিষয়টা খানিকটা খুলে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তুলেছেন তারকাদের হামসাকলেরা। এবারটাও তেমনই হল। সম্প্রতি প্রকাশ্যে আসে এক ব্যক্তির পরচয়। যাঁর কথা, হাঁটা, চলন বলন সবই এককথায় সলমন খান। সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও শেয়ার করে মুহুর্তে মধ্যে যাঁদের ভিউ ছাড়ায় মিলিয়ন। 

সাল্লু ভাইয়ের মত দেখতে এই ব্যক্তির নাম হল নাজিম খান। তিনি এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সম্প্রতি শেয়ার করেছেন এই ব্যক্তি একটি টিকটক ভিডিও। সেখানেই নজরে আসে ২.৮ মিলিয়ন ভিউ। ৫৩ বছর বয়সের অভিনেতার চার্মই যেন নিজের মধ্যে ধরে রেখেছেন এই ব্যক্তি। দাবাং থ্রি ছবির টিজার মুক্তি পাওয়ার পরই ঝড় তুলেছেন এই ব্যক্তি। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা