কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স বেড়ে হচ্ছে ৬২? জেনে নিন সত্যিটা

Published : Nov 22, 2024, 09:11 PM ISTUpdated : Nov 22, 2024, 09:23 PM IST
government office

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়ে। যাচাই না করে কোনও খবরই বিশ্বাস করা যায় না। কারণ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক খবরই দেখা যায় ভুয়ো।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স কি ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় এমন খবরই ঘোরাফেরা করছে। সম্প্রতি একাধিক রাজ্যে সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানো হয়েছে। অন্ধ্রপ্রদেশে সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে। অনেক সরকারি কর্মী চাকরির মেয়াদ বাড়ায় খুশি। অনেক সরকারি কর্মী আবার এই সিদ্ধান্তে খুশি নন। তাঁরা বাড়তি ২ বছর কাজ করতে চাইছেন না। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় খবর ঘুরছে, কেন্দ্রীয় সরকারও চাকরির মেয়াদ বৃদ্ধি করতে চলেছে। ৬০ বছর বয়সের বদলে ৬২ বছর বয়সে অবসর নেবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এ বিষয়ে এক সরকারি বিজ্ঞপ্তির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সরকারি কর্মীদের অবসর নিয়ে কী দাবি করা হচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি সংক্রান্ত যে বিজ্ঞপ্তির ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ২০২৫ সালের ১ এপ্রিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরির বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা হবে বলেও এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে।

সত্যিই কি চাকরির মেয়াদ বাড়ছে?

প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত যে খবর ভাইরাল, তা ভুয়ো। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। সরকার যদি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে দফতরের পক্ষ থেকেই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

DA News: এবার রাজ্যে ও কেন্দ্রের ডিএর ফারাক ২৩ শতাংশ!, অনেকটা স্বস্তি রাজ্যের সরকারি কর্মীদের

সরকারি ব্যাঙ্কে হবে নিয়োগ, শূন্যপদ ৫৯২টি, সারা দেশ জুড়ে হবে কর্মী নিয়োগ

কেন্দ্রের থেকে অনেক কম হারে ডিএ! তারপরেও ঠকানো হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের? বিরাট তথ্য ফাঁস

PREV
click me!

Recommended Stories

সত্যি কি কেন্দ্র সরকার সিঙারা ও জিলিপির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? কী বলছে Fact Check
500 Rupee Note Ban: শীঘ্রই কি বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বিরাট ঘোষণা কেন্দ্রের