পর্কের প্রচুর মেনু নিয়ে Winter Celebration-এর জন্য হাজির Blu Orchid, দেখে নিন লোভনীয় সব মেনুগুলি

শহরের খ্যাতনামা রেস্তোরাঁ Blu Orchid নিয়ে এসেছে তাদের Winter Celebration। এই Winter Celebration-এ থাকছে সেখানকার সমস্ত স্পেশাল মেনু। দেখে নেওয়া যাক Blu Orchid -এর Winter Celebration-এ কোন কোন স্পেশাল ডিস রয়েছে এই তালিকায়-
 

শহরে ক্রমশ জাঁকিয়ে পড়ছে শীত। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী দিনে ক্রমশ আরও নামবে তাপমাত্রা। এই আবহাওয়ায় বাঙালিদের মন জুড়ে শুধু ঘুড়তে যাওয়া আৎ তার সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। আর এই খাওয়াতে যাতে কোনওভাবেই স্বাদের ভাগ কম না হয় শহরের খ্যাতনামা রেস্তোরাঁ Blu Orchid নিয়ে এসেছে তাদের Winter Celebration। এই Winter Celebration-এ থাকছে সেখানকার সমস্ত স্পেশাল মেনু। দেখে নেওয়া যাক Blu Orchid -এর Winter Celebration-এ কোন কোন স্পেশাল ডিস রয়েছে এই তালিকায়-
শহরের বুকে এই নামকরা রেস্তোরাঁয় শুরু হবে এই Winter Celebration। ২০ ডিসেম্বর বেলা ১২ টার থেকে শুরু হবে এই Celebration চলবে রাত ৯টা পর্যন্ত। গড়িয়াহাটে সিটি স্টাইলের কাছেই পান্ডিত্য রোডের উপরেই এই Blu Orchid রেস্তোরাঁ। এই Winter Celebration-এর মেনুতে অন্যান্য ডিসের সঙ্গেও থাকছে রোস্টেড চিলি পর্ক, চিলি গার্লিক পর্ক, চিলি হানি পর্ক, পর্ক ইন চিলি অয়েস্টার সস, পর্ক ফ্রাইড রাইস, পর্ক হাক্কা চাউমিন, হুনান পর্ক, শেজওয়ান পর্ক, হট গার্লিক পর্ক, মাঞ্চুরিয়ান পর্ক, পর্ক ক্যান্টোনিজ নুডল এবং পর্ক ভেজটেবলস উইথ মাশরুম এন্ড বেবিকর্ন।

Latest Videos


এর অর্থ বুঝতেই পারছেন Blu Orchid তার Winter Celebration-এ সাজিয়ে আনতে চলেছে পর্কের যাবতীয় মেনু।  এছাড়াও থাকবে কুং পাও চিকেন, ক্রিসপি ফ্রায়েড রাইস, প্রন চিপস, মেইন ফুড, মেনড্রইন ফিস-সহ অন্যান্য মেনুর সম্ভার। তাই আর দেরী না করে এখন থেকেই Blu Orchid- এ যাওয়ার তোরজোর শুরু করে দিন। আর পর্কের যাবতীয় মেনুর মজা নিতে সোজা চলে যান গড়িয়াহাটে সিটি স্টাইলের কাছে Blu Orchid- এ।
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury