গণেশ চতুর্থী স্পেশাল, রইল দোকানের মত ৩টি সুস্বাদু লাড্ডুর রেসিপি

  • সারা দেশ পালিত হচ্ছে পার্বতী নন্দন গণেশের পুজো
  • গণেশ পুজোয় লাড্ডু অন্যতম 
  • চতুর্থী উপলক্ষে দেখে নেওয়া যাক গণেশ প্রিয় কয়েকটি লাড্ডুর সহজ রেসিপি
  • রইল মতিচুরের লাড্ডু, বেসনের লাড্ডু ও গাজরের লাড্ডুর সহজ রেসিপি
     

সারা দেশ জুড়ে করোনা আবহেই পালিত হচ্ছে পার্বতী নন্দন গণেশের পুজো। আর গণেশ পুজোয় লাড্ডু থাকবেনা তা কী হয়। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ। জানন দিচ্ছে "মা" আসছে। সেই মত শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি পর্বও। যার সূচনা হয় এই গণেশ পুজো থেকে।  পুজো থেকে শুরু করে অতিথি আপ্যায়ণ বা মুখ বদলের জন্য এই মিষ্টি পদটির জুড়ি মেলা ভার। তাই আজ গণেশ চতুর্থী উপলক্ষে দেখে নেওয়া যাক গণেশ প্রিয় কয়েকটি লাড্ডুর সহজ রেসিপি- 

বেসনের লাড্ডু বানাতে লাগবে-

১ কাপ বেসন, ১ চা চামচ বেকিং পাউডার, পরিমান মত সাদা তেল, দেড় কাপ চিনি, ১ চা চামচ এলাচ গুঁড়ো, সামান্য় দেশী ঘি, রূপোলী তবক,

Latest Videos

যেভাবে বানাবেন-

প্রথমে চিনি দিয়ে সিরা তৈরি করে ঠাণ্ডা হতে দিন। 
অন্য একটি পাত্রে জল দিয়ে বেসন গুলিয়ে নিন। 
খুব ভালো করে বেসন ফেটিয়ে নিন যাতে কোনও দানা না থাকে। 
এরপর এই ব্যাটার দিয়ে ছাঁকা তেলে ভেজে বুন্দিয়া তৈরি করে নিন।  
সিরার মধ্যে বুন্দিয়াগুলি দিয়ে মিশিয়ে নিন। 
এরপর হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে গড়ে নিন। এ
এর উপর থেকে তবকের প্রলেপ দিয়ে সাজিয়ে দিন গণেশ-কে

গাজরের লাড্ডু বানাতে লাগবে-

১ বাটি গাজর কুঁচি, ২ কাপ চিনি, ১ লিটার দুধ, ৩-৪ টে এলাচ, ১ চা চামচ দারচিনি গুঁড়ো, পরিমান মত কাজু ও কিশমিশ, ৩-৪ টেবল চামচ ঘি, হাফ কাপ খোয়া ক্ষীর, রূপোলী তবক,

যে ভাবে বানাবেন-

দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। 
এরপরে দুধের মধ্যে গাজর কুঁচি দিয়ে নাড়তে থাকুন। 
মনে রাখবেন পুরোটাই তৈরি হয়ে মাঝারি আঁচে। 
গাজর নরম হয়ে এলে এরসঙ্গে একে একে এলাচ, দারচিনি গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 
এর মধ্যে দুধ ঘন হয়ে শুকিয়ে এলে উপর থেকে ঘি, খোয়া ক্ষীর ও কাজু ও কিশমিশ দিয়ে মিশিয়ে দিন। 
তবে লক্ষ্য রাখতে হবে যেন কোনওভাবেই পাত্রের নীচে লেগে না যায়। 
তাহলে পুরও মিশ্রণের থেকে পোড়া গন্ধ থেকে যাবে। 
মিশ্রণটি হালকা সোনালি রং ধরলেই নামিয়ে ঠাণ্ডা হতে দিন। 
এরপর লাড্ডুর আকারে গড়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন গাজরের লাড্ডু।

মতিচুরের লাড্ডুর রেসিপি-

এই লাড্ডু তৈরির করতে লাগবে 

১ কাপ বেসন, ১ চা চামচ বেকিং পাউডার, ১ কাপ চিনি, হাফ কাপ ড্রাই ফ্রুট কুঁচি, হাফ কাপ  জল, পরিমান মত তেল, সামান্য় ঘি, রূপোলী তবক,

যেভাবে বানাবেন-

তৈরির একঘন্টা আগে বেসন ও বেকিং পাউডার একসঙ্গে জলে মিশিয়ে ব্যাটার তৈরি করে রেখে দিন।  
এরপর একটি পাত্রে তেল গরম করে ব্যাটার দিয়ে ঝাঁঝরির সাহায্যে বুন্দিয়ার মতো করে ভেজে নিতে হবে। 
এরপর সমস্ত ব্যাটার দিয়ে বুন্দিয়া তৈরি করে নিয়ে এরসঙ্গে সমস্ত ড্রাই ফ্রুট কুঁচি মিশিয়ে নিন। 
চিনি দিয়ে ঘন সিরাপ তৈরি করে নিন। 
এই সিরার মধ্যে বুন্দিয়াগুলি দিয়ে মিশিয়ে নিন। 
এরপর হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে গড়ে নিন। 
এর উপর থেকে তবকের প্রলেপ দিয়ে তৈরি করে নিন গণেশের প্রিয় মতিচুরের লাড্ডু।

Share this article
click me!

Latest Videos

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন
Suvendu Adhikari Live : সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Mamata Banerjee Live : আজ শেখ শাহজাহানের সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেবেন? দেখুন
Rashifal Today : ২০২৪-এর শেষ দিন কেমন কাটবে? দেখুন মঙ্গলবারের রাশিফল | Asianet News Bangla
Live: লঞ্চ করা হচ্ছে নতুন মহাকাশ মিশন স্পেডেক্স, দেখুন সরাসরি | Mission Spadex