দেশ জুড়ে চলছে লকডাউন ৫.০। তবে আগের থেকে শিথিল হয়েছে লকডাউন। ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সোশ্যাল মিডিয়া সহ সমস্ত টিভি চ্যানেলের সব জায়গায় বর্তমানে শিরোনামে রয়েছে করোনা। কী করে সুস্থ থাকবেন, কী ভাবে এই আতঙ্ক থেকে নিজেকে রক্ষা করবেন বিশেষজ্ঞরা এই বিষয়ে প্রতি নিয়ত সচেতন করছেন জনসাধারণ-কে। পাশাপাশি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রাও। এমন এক পরিস্থিতিতে মন ও শরীর দুই সুস্থ রাখা অত্যন্ত জরুরী।
আরও পড়ুন- লকডাউনে স্বাস্থ্যকর পানীয়, সকালে নিয়ম মেনে প্রতিদিনের ডায়েটে থাক এই শরবত
করোনা আতঙ্কের জেরে যেগেতু বাইরের খাবার প্রায় একেবারেই বন্ধ। তাই মন ভালো রাখতে বাড়িতেই বানিয়ে নিন কোল্ড কফি। গরমের জন্য একেবারে অন্যতম পানীয়গুলির মধ্যে একটি হল কোল্ড কফি। প্রতিদিন এক ঘেয়ে খাবার খেতে সবথেকে কষ্ট হচ্ছে ছোটদের। তাই তাদের মন ভালো করে দিতে অবশ্যই সাধারণ খাবার দিন তবে সাজিয়ে গুছিয়ে। যাতে প্রতিদিনের সাধারণ খাবারও তাঁদের ভালো লাগে।
আজ রইল সে রকমই এক স্বাস্থ্যকর পানীয় যা লকডাউনে মন ভালো করে দেবে সকলের। রইল ৫টি ভিন্ন স্বাদের একেবারে রিফ্রেসিং কোল্ড কফির রেসিপি। যা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখে নিন কীভাবে এই সুস্বাদু পানীয় বানাবেন আপনি।