রেস্তোরাঁর স্বাদের ৫ টি আসাধারণ পানীয়, যা গরমে মন ও শরীর দুই ভালো করে দেবে

  •  দেশ জুড়ে চলছে লকডাউন ৫.০
  • আগের থেকে শিথিল হয়েছে লকডাউন
  • পাশাপাশি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা
  • রইল ৫টি ভিন্ন স্বাদের রিফ্রেসিং কোল্ড কফির রেসিপি

দেশ জুড়ে চলছে লকডাউন ৫.০। তবে আগের থেকে শিথিল হয়েছে লকডাউন। ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। সোশ্যাল মিডিয়া সহ সমস্ত টিভি চ্যানেলের সব জায়গায় বর্তমানে শিরোনামে রয়েছে করোনা। কী করে সুস্থ থাকবেন, কী ভাবে এই আতঙ্ক থেকে নিজেকে রক্ষা করবেন বিশেষজ্ঞরা এই বিষয়ে প্রতি নিয়ত সচেতন করছেন জনসাধারণ-কে। পাশাপাশি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রাও। এমন এক পরিস্থিতিতে মন ও শরীর দুই সুস্থ রাখা অত্যন্ত জরুরী।

আরও পড়ুন- লকডাউনে স্বাস্থ্যকর পানীয়, সকালে নিয়ম মেনে প্রতিদিনের ডায়েটে থাক এই শরবত

Latest Videos

করোনা আতঙ্কের জেরে যেগেতু বাইরের খাবার প্রায় একেবারেই বন্ধ। তাই মন ভালো রাখতে বাড়িতেই বানিয়ে নিন কোল্ড কফি। গরমের জন্য একেবারে অন্যতম পানীয়গুলির মধ্যে একটি হল কোল্ড কফি। প্রতিদিন এক ঘেয়ে খাবার খেতে সবথেকে কষ্ট হচ্ছে ছোটদের। তাই তাদের মন ভালো করে দিতে অবশ্যই সাধারণ খাবার দিন তবে সাজিয়ে গুছিয়ে। যাতে প্রতিদিনের সাধারণ খাবারও তাঁদের ভালো লাগে। 

আজ রইল সে রকমই এক স্বাস্থ্যকর পানীয় যা লকডাউনে মন ভালো করে দেবে সকলের। রইল ৫টি ভিন্ন স্বাদের একেবারে রিফ্রেসিং কোল্ড কফির রেসিপি। যা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখে নিন কীভাবে এই সুস্বাদু পানীয় বানাবেন আপনি।

Share this article
click me!

Latest Videos

সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari