বিশ্ব চকোলেট দিবস, নাম মাত্র উপাদানেই প্রিয়জনকে বানিয়ে দিন ক্যারামেল ওয়ালনাট চকোলেট টার্ট

Published : Jul 07, 2020, 04:58 PM IST
বিশ্ব চকোলেট দিবস, নাম মাত্র উপাদানেই প্রিয়জনকে বানিয়ে দিন ক্যারামেল ওয়ালনাট চকোলেট টার্ট

সংক্ষিপ্ত

অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে এমন অবস্থায় ভালোমন্দ খাওয়ার মন করছে আজ বিশ্ব চকোলেট দিবস এই উপলক্ষে চকোলেটের তৈরি কোনও পদ হলে মন্দ কি

করোনা ভাইরাস হোক বা লকডাউন বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে এই লকডাউনে বাড়িতে জিলিপি থেকে ডালগোনা সব হিট। 

অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে। এমন অবস্থায় মাঝে মধ্যেই ভালোমন্দ খাওয়ার মন করছে। আর বাঙালি মানেই যে ভোজনরসিক তা আর আলাদা করে বলার বাকি রাখে না। তার মধ্যে আজ বিশ্ব চকোলেট দিবস, তাই এই উপলক্ষে চকোলেটের তৈরি কোনও পদ হলে মন প্রান খুশিতে ভরপুর। এর মধ্যেই এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা নজর কড়েছে তাবড় তাবড় সেলিব্রিটিদেরও। বাড়িতেই চোখের পলকে তৈরি হচ্ছে নানান খাবার। যা এর আগে বাড়িতে তৈরির কথা কেউ ভাবেওনি। 

সাধারণ সমস্ত উপকরণ দিয়েই তৈরি হবে আজকের চকোলেট দিয়ে তৈরি এই পদ। সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় চকোলেট। আর লোভনীয় পদ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই । অসুস্থতার কারন বাদ দিলে চকোলেট পছন্দ করেন না এমন মানুষও খুঁজে পাওয়া বিরল। তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নিন ক্যারামেল ওয়ালনাট চকোলেট টার্ট। দেখে নিন ভিডিওটি-

 

PREV
click me!

Recommended Stories

শীতকালে ফুলকপি ভাপিয়ে খান, এতে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাদ ও পুষ্ঠিও রক্ষা হবে
অতিরিক্ত খেলে অমৃতও বিষ, এই খাবারগুলি বেশি খেলে বিপদ