বর্ষশেষের পার্টি জমে উঠুক রেস্তোরাঁর স্বাদের এই পদে, রইল ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান-এর সহজ রেসিপি

  • ইন্দো-চাইনিজ এই ডিস্ টি সত্যিই অনবদ্য
  • রাইস এবং ন্যুডুলসের সঙ্গে অসাধারণ কম্বিনেশন
  • বর্ষশেষের পার্টির জন্য রইল রেস্তোরাঁর স্বাদের এই পদ
  • দেখে নিন ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান-এর সহজ রেসিপি

চিকেনের এই একঘেয়ে পদের থেকে মুক্তি পেতে অবশ্যই বানিয়ে দেখুন এই পদ। আবার রুটির সঙ্গেও রাখতে পারেন এটি, তবে দেখে নেওয়া যাক এই রেসিপি। অনেকেই সাইড ডিস্ হিসেবে বেছে নেন এই পদ। ইন্দো-চাইনিজ এই ডিস্ টি সত্যিই অনবদ্য। রাইস এবং ন্যুডুলসের সঙ্গে এক কথায় অসাধারণ কম্বিনেশন। তাই বর্ষশেষের পার্টির জন্য রইল চিকেনের খুব সুস্বাদু একটি রেসিপি ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান। বাঙালিরা বেশির ভাগই মাছের পরেই চিকেনের জন্য বেশ ‘টান’অনুভব করেন। তাই এই রেসিপিটি যে বঙ্গ ভজন রসিকদের ভাল লাগবে, তা হলফ করে বলতে পারি। চিকেন-এর একটি জনপ্রিয় পদ। লাঞ্চ বা ডিনারে সার্ভ করা যেতে পারে এটি।  আজই বানিয়ে ফেলুন ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান।

ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান বানাতে লাগবে-

Latest Videos

আরও পড়ুন- বর্ষশেষের পার্টি জমে উঠুক লোভনীয় পদে, পাতে থাক গ্রিলড চিকেন সঙ্গে রায়তা

৫০০ গ্রাম বোনলেস চিকেন
১ টা ডিমের সাদা অংশ
১ চা চামচ আদা রসুন পেস্ট
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট
২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো 
দেড় টেবিল চামচ চালের গুঁড়ো
১ টেবিল চামচ সোয়া সস্
লবন স্বাদ মতন
সাদা তেল প্রয়োজন মত

মাঞ্চুরিয়ান সস্ বানাতে লাগবে-

আরও পড়ুন- জমে উঠবে শীতের সন্ধার আড্ডা, সঙ্গে রাখুন পুষ্টিগুণে ঠাসা মুখরোচক রাজমা কবাব

১ টা বড় পেঁয়াজ বড় টুকরো করে কাটা
১/২ টেবিল চামচ আদা কুচি
১ টেবিল চামচ রসুন কুচি
২ চা চামচ রেড চিলি সস্
১ কাপ চিকেন স্টক বা জল
দেড়  টেবিল চামচ সোয়া সস্
১ চা চামচ ভিনিগার
২ চা চামচ কর্ণফ্লাওয়ার
২ কাপ বেল পেপারস্ বড় টুকরো করে কাটা
কিছু স্প্রিং অনিয়ন
১/২ চা চামচ চিনি
সামান্য জল
স্বাদ মতন লবন

যেভাবে বানাবেন-

১) চিকেনের টুকরোর সঙ্গে সোয়া সস্, আদা রসুন পেস্ট, লবন, গোলমরিচ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট ভাল করে মিশিয়ে নিন। 
২) এরপর এর মধ্যে ডিমের সাদা অংশ ও চালের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন। 
৩) ননস্টিক প্যানে তেল গরম করে চিকেনের টুকরোগুলো লাল করে ভেজে তুলে রাখুন। 
৪) ছোট্ট একটি বাটিতে জল দিয়ে কর্ণফ্লাওয়ার ভাল করে গুলে নিন। 
৫) চিকেন ভাজা তেলে রসুন কুচি, আদা কুচি আগে ভাল করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিন। 
৬) এর মধ্যে ক্যাপসিকাম কিউব বা বেল পেপারস্ গুলো দিয়ে আরও ২মিনিট ভাজুন। 
৭) উপর থেকে সোয়া ও রেড চিলি সস্ দিয়ে দিন যখন ফুটে উঠবে তখন জল দিয়ে গুলে রাখা কর্ণফ্লাওয়ার ও জল দিয়ে দিন। 
৮) গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। 
৯) প্রয়োজনে অল্প জল দিয়ে ভাল মতন চিকেনের টুকরো গুলে সেদ্ধ করে নেবেন। 
১০) গ্রেভিটা খুব ঘন হয়ে এলে স্প্রিং অনিয়ন দিয়ে টস্ করে নামিয়ে নিয়ে, গরম গরম পরিবেশন করুন সবার প্রিয় ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান।

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today