বর্ষশেষের পার্টি জমে উঠুক লোভনীয় পদে, পাতে থাক গ্রিলড চিকেন সঙ্গে রায়তা

Published : Dec 28, 2020, 04:35 PM IST
বর্ষশেষের পার্টি জমে উঠুক লোভনীয় পদে, পাতে থাক গ্রিলড চিকেন সঙ্গে রায়তা

সংক্ষিপ্ত

অনেক দিন ধরেই ঘরবন্দি ছিল সকলে এমন অবস্থায় ভালোমন্দ খাওয়ার মন করছে ঘরের বাইরে যাওয়া একেবারে নিষেধ চোখের পলকে তৈরি হবে মশালাদার গ্রিলড চিকেন

বাঙালি মানেই যে ভোজনরসিক তা আর আলাদা করে বলার বাকি রাখে না। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে এই লকডাউনে বাড়িতে তৈরি হচ্ছে নানান পদ। যেই পদ আগে রেস্তোরাঁ ছাড়া তৈরি করার কথা কেউ ভাবতে পারতো না, সেই পদ এখন তৈরি হচ্ছে বাড়িতেই। তাই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিন আজকের এই সুস্বাদু পদ। একঘেয়ে চিকেন দিয়েও যে এত লোভনীয় পদ তৈরি করা যায় তা এই পদটি না বানালে বুঝতে পারবেন না।

আরও পড়ুন- শীতে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীর সুস্থ রাখতে, ডিনারে রাখুন স্বাস্থ্যকর ভেজ স্যুপ

বছর শেষের এই সময় জাকিয়ে পড়েছে শীত। তার উপর আবার নিউ ইয়ার পার্টি। তবে উৎসবের সময় এটা ভুললেও চলবে না মহামারী আবহে সুস্থ থাকতে বাড়িতেই তৈরি খাবার খাওয়া উচিত। তাই গোটা লকডাউনে বাঙালির রান্নাঘরে কিন্তু কোনও প্রভাব পড়েনি। উল্টে খাওয়ার চাহিদা ও নতুন নতুন রান্না করার চাহিদা বেড়ে গিয়েছে কয়েকগুণ। তাই আজও একটু স্পাইসি অথচ একেবারে কম খরচে এমন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের সকলের ভালো লাগবে।

আরও পড়ুন- জমে উঠবে শীতের সন্ধার আড্ডা, সঙ্গে রাখুন পুষ্টিগুণে ঠাসা মুখরোচক রাজমা কবাব

এই একঘেয়ে স্বাদের জন্য এখন অনেকেই পছন্দ করেন না, তবে চিকেনের এই পদ তৈরি করলে আঙ্গুল চাটতে হবে সকলের। এই পদের নাম গ্রিলড চিকেন আর তার সঙ্গে দোসর রায়তা। কিভাবে তৈরি করবেন সহজ এই পদ তা জেনে নিন। ঘরে সহজেই তৈরি করতে পারবনে আপনিও। তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই লোভনীয় পদ আর জমিয়ে তুলুন বর্ষশেষের পার্টি। দেখে নিন ভিডিওটি-

PREV
click me!

Recommended Stories

অতিরিক্ত পনির খেলে কী হতে পারে জানেন?
বাজার থেকে আনা টাটকা ফুলকপি কীভাবে জীবাণুমুক্ত করবেন? জানুন কয়েকটি পদ্ধতি