সন্ধেবেলা সুস্বাদু ভেজ ডিসের সন্ধান, তাওয়া পনির টিক্কাতেই জমে উঠুক আড্ডার আসর

  • সন্ধেবেলা ভেজ মেনুতে আড্ডা
  • এবার মেনুতে থাকুক তাওয়া পনির 
  • চটপটা রেসিপিতে বাজিমাত
  • রইল সহজ ঘরোয়া রেসিপি

ভোজন রসিক বাঙালির বর্ষা মানেই প্রতিদিন নিত্যনতুন রেসিপি ট্রাই করা। খিচুড়ি, ইলিশ মাছ, চিকেন, মটন আরও কতো কি। তবে নন-ভেজ খেতে খেতে যদি বোঁর হয়ে থাকেন, তবে ট্রাই করতে পারেন তাওয়া পনির টিক্কা। এতে মুখে রুচি ফিরবে। এর পাশাপাশি এই রেসিপিটিতে যেহেতু খুবই কম তেল ব্যাবহার হয়, তাই এটি স্বাস্থ্যের পক্ষেও ভালো। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। 

আরও পড়ুন- আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ 

Latest Videos

আরও পড়ুন- ঠান্ডা না গরম দুধ, গ্যাস্ট্রিকের সমস্যায় কোনটা উপকারি, কাজে লাগান ঘরোয়া টোটকা

উপকরণ 

পনির ২৫০ গ্রাম (কিউব করে কাটা)
টক দই ২ কাপ
হলুদ ২ চা চামচ
লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ২ চা চামচ
জিরে গুঁড়ো ২ চা চামচ
গরম মশলা ২ চা চামচ
জোয়ান ২ চা চামচ 
সাদা তেল ৩ চামচ
আদা ও রসুনের পেস্ট ২ চা চামচ
নুন পরিমাণ মতো
লেবু ১ পিস
বেসন ১ চামচ
পেঁয়াজ ও ক্যাপসিকাম ১ টি (ডুমো করে কাটা)
স্টিক (বড় টুথপিক) 

 


 
প্রণালী

প্রথমে একটি পাত্রে টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, গরম মশলা, জোয়ান, সাদা তেল, আদা ও রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, লেবু, দিয়ে ভালো করে মিক্স করে নিন। এর পর বেসন দিয়ে এবার ভালো করে ফ্যাটিয়ে নিন। এবারে ওই মিশ্রণে ডুমো করে কাটা পিঁয়াজ, ক্যাপসিকাম ও পনিরের কিউব গুলো দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটিকে ৩০ মিনিট রেখে দিতে হবে। এর পর একটি করে স্টিক নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ আবার পনির এই ভাবে সাজিয়ে নিন। এবারে একটি গরম ফ্রইং প্যানে সটীকগুলোকে সামান্য তেল দিয়ে মিডিয়াম আঁচে চারিদিক ভালো করে সেঁকে নিলেই তৈরি তাওয়া পনির টিক্কা। এবারে টমাটো সস এর সাথে গরম গরম পরিবেশন করুণ।

Share this article
click me!

Latest Videos

West Bengal-এর কী নতুন নামকরণ করলেন BJP নেত্রী Agnimitra Paul! দেখুন | Agnimitra Paul Latest News
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
'সেমি ফাইনালে হারিয়েছি ফাইনালেও হারাবো' Suvendu Adhikari-র চ্যালেঞ্জ Mamata-কে! #shorts #shortsfeed
ফের অশান্তি সন্দেশখালিতে! তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল, সক্রিয় শিবু হাজরার অনুগামীরা | Sandeshkhali
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি