চায়ের আড্ডা জমবে ঘরে তৈরি মুখরোচকে, চোখের পলকে বানিয়ে নিন মশলাদার পাপড়ি

  • চায়ের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে আমারা বিস্কুট নিয়ে থাকি
  • এবার আরও জমে উঠবে চায়ের আড্ডা
  • রইল চায়ের সঙ্গে খাওয়ার মজাদার পদ
  • বেসনের মশলাদার পাপড়ি বানানোর সহজ রেসিপি

চা-এর সঙ্গে জলখাবারে কি খাওয়া যায়, এই নিয়ে আমাদের অনেক সময় চিন্তায় পড়তে হয়। চায়ের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে আমারা বিস্কুট নিয়ে থাকি। তবে আজ আমরা এমন একটি পদ যা চা-এর সঙ্গে জলখাবার হিসেবে খাওয়া যেতে পারে। আর এই পদটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বেসন ও ময়দা দিয়ে তৈরি ক্রাস্ট স্বাদ নিতে পারেন। এই পদটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। জেনে নেওয়া যাক ছাতু ও ময়দা দিয়ে তৈরি চাপাটির রেসিপি-

বানাতে লাগবে-

Latest Videos

আরও পড়ুন- বাড়িতেই পনির বানিয়ে রেঁধে ফেলুন এই পদ, চেখে দেখুন শাহী মালাই পনির 

২ কাপ বেসন
৩ চামচ ময়দা
১ কাপ সেলারি কুঁচি 
আধা চা চামচ হলুদ গুঁড়ো
এক চিমটে হিং
আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
আধা চা চামচ বেকিং পাউডার
 ২ চামচ ভেজিটবল তেল
এক চা চামচ জিরা গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ

যে ভাবে বানাবেন-

আরও পড়ুন- Weekend Special রেসিপি, ঝটপট তৈরি হবে সুস্বাদু স্ন্যাকস চিকেন স্প্রিং রোল 

১)  একটি পাত্রে বেসন ও ময়দা, সেলারি, জিরার গুঁড়ো, হলুদ, হিং, লাল লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার, লবণ এবং তেল দিন এবং এটি ভালভাবে মেশান। 
২) খুব ভালো করে নরম করে মেখে নিন। এরপর লেচি কেটে বেলে নিন। 
৩) বেলার সময় খেয়াল রাখবেন, খুব পাতলা যেন না হয়। 
৪) অনেকটা পিৎজা তৈরি মত করে বেলে নিয়ে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিন। 
৫) প্রয়োজনে মাইক্রোঅভেনে বেক করে নিতে পারেন। অথবা প্যানে তেল গরম করে দুইপাশ ভালো করে ভেজে পাপড়িগুলি তুলে নিন। 
৬) এরপর টিস্যুতে রেখে অতিরিক্ত তেল বের করে নিন। ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে ঢেকে রেখে দিন। 
৭) এরপর যখন খুশি চায়ের সঙ্গে বের করে খান।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M