স্ন্যাক্স তো পছন্দ করেন তবে এই পদ ট্রাই করেছেন কখনও, চেখে দেখুন লোভনীয় কুনাফা

Published : Sep 24, 2020, 06:01 PM IST
স্ন্যাক্স তো পছন্দ করেন তবে এই পদ ট্রাই করেছেন কখনও, চেখে দেখুন লোভনীয় কুনাফা

সংক্ষিপ্ত

  এতদিন ঘরবন্দি দেশের বেশিরভাগ জন জীবন এই সময়ে বাড়িতে থেকেই যত্ন নিতে হবে নিজের এবং পরিবারের ঘরে থাকা সাধারণ উপাদান দিয়েই তৈরি হবে কুনাফা দেখে নেওয়া যাক অসাধারণ এই কুনাফা তৈরির রেসিপি

লকডাউনে বেশিরভাগ সময়টাই বাড়িতে বসে অফিসের কাজ করে কেটে গিয়েছে। ফলে সারাদিন ঘরে থেকেই ব্যস্ত আপনি। এমন সময় পরিবারের ও ছোটদের মন ভালো করে দিতে নানান পদ বানিয়েছেন। রান্নাঘরে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়েই তৈরি হয়েছে একের পর এক লোভনীয় পদ। তবে স্ন্যাক্সের এই পদ ট্রাই করেছেন কখনও। যদি আপনার উত্তর না হয়, তবে অবশ্যই ট্রাই করে দেখুন লোভনীয় স্বাদের কুনাফা। 

আরও পড়ুন- সুস্বাদু মজাদার জলখাবার, রইল জনপ্রিয় স্ট্রিট ফুড সামোসা স্যান্ডউইচ অসাধারণ রেসিপি

একেবারে ঘরোয়া উপাদান দিয়ে নোনতা মিষ্টি স্বাদের এই স্ন্যাক্স রেসিপি মন ভালো করে দেবে পরিবারের সকলের। এই পদ তৈরির ঝামেলা খুব কম। তৈরি হতে সময়ও লাগে খুব কম। তবে বেশিরভাগ ক্ষেত্রে কুনাফা তৈরি করে মাইক্রোওভেন-এর ব্যবহার করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করছি, তাতে একেবারে ওভেন ছাড়াই খুব সহজেই রয়েছে তৈরির পদ্ধতি।

আরও পড়ুন- ডিম প্রেমীদের জন্য রইল একেবারে অন্য স্বাদের পদ, টারকিস পোচড এগ যা তৈরি করা খুব সহজ

মহামারীর আবহে বাড়ির তৈরি খাবার খাওয়াই সবচেয়ে সুরক্ষিত বলে মনে করছেন। তাই ঘরের তৈরি এই পদ যে পরিবারের সকলের মন ভালো করে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই সুস্বাদু ও মুখরোচক পদ বা কুনাফা তৈরির হদিশ দেবে এই ভিডিও। দেখে নেওয়া যাক তাঁর বানানো অসাধারণ এই হোম মেড কুনাফা তৈরির ভিডিওটি-

PREV
click me!

Recommended Stories

শীতে শরীর গরম রাখুন, তিলের লাড্ডু খেয়ে সতেজ থাকুন
চিকেন মটন বাদ দিন, আলু দিয়ে বানিয়ে খান সুস্বাদু একটি দারুণ স্যুপ, রইল রেসিপি