একঘেয়ে অমলেট আর নয়, ট্রাই করে দেখুন একেবারে অন্য স্বাদের পুষ্টিকর টারকিস পোচড এগ

Published : Apr 12, 2021, 05:18 PM IST
একঘেয়ে অমলেট আর নয়, ট্রাই করে দেখুন একেবারে অন্য স্বাদের পুষ্টিকর টারকিস পোচড এগ

সংক্ষিপ্ত

আজকের রেসিপি একেবারেই তাঁদের জন্য যারা ডিম অত্যন্ত পছন্দ করেন একঘেয়ে স্বাদ বদলাতে ট্রাই করুন এই পদ রইল টারকিস পোচড এগ এর সহজ রেসিপি

আজকের রেসিপি একেবারেই তাঁদের জন্য যারা ডিম অত্যন্ত পছন্দ করেন। আর ডিম পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুরুহ। কারণ বাঙালি মাছের পরেই ডিম খেতে খুব পছন্দ করেন। ঘরে একেবারে সহজেই কিন্তু অন্য স্বাদের এই রেসিপি আশা করি ভালো লাগবে সকলেরই। সব থেকে বড় বিষয় হল সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সর্বত্র বিরাজমান।

আরও পড়ুন-  Weekend এর আড্ডা জমে উঠুক ঘরোয়া স্ন্যাকসে, ট্রাই করে দেখুন ঝাল ঝাল চিলি স্টাফড পকোড়া 

আজ রইল সে রকমই এক রেসিপি যা ছোটরা খুব পছন্দ করবে। এটি বানানো খুবই সহজ। আর খেতেও দারুন। তাই আর দেরি না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন টারকিস পোচড এগ বানিয়ে। একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে এই পদ বানাবেন রইল তার হদিশ। দেখে নিন কিভাবে রেস্তোরাঁর স্বাদে বাড়িতেই বানাবেন টারকিস পোচড এগ রইল সহজ রেসিপি-

বাঙালির খাবার টেবিলের পাতে মাছের পরেই এনার রাজত্ব। ফলে ঝোল, ফ্রাই, সিদ্ধের পরেও আরও নানা স্বাদের পদ মন ভরিয়ে দেয় ডিম প্রেমীদের। নতুন নতুন রেসিপি কিন্তু বানাতে যারা ভালোবাসেন তাঁদের জন্য এই রেসিপি একেবারে অনবদ্য। একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে, বানিয়ে দেখুন  অন্য স্বাদের টারকিস পোচড এগ রেসিপি। 

PREV
click me!

Recommended Stories

শীতে নতুন ফল কমলালেবুতে বাজার ভরে উঠেছে, সঠিক কোনটি নেবেন জানেন কি ?
শীতের দুপুরে এবার বাড়িতেও ঝাল ঝাল আলুর দম বানিয়ে খান, রইলো রেসিপি