সপ্তাহান্তের ছুটি মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা। বন্ধুদের আড্ডা জমিয়ে তুলতে স্ন্যাক্সের পদ ছাড়া আর কিছুতেই মন মানে না। তাই বন্ধুদের সঙ্গে গসিপ আরও জমিয়ে তুলতে বাড়িতে ট্রাই করে দেখুন এই মুখরোচক সুস্বাদু স্ন্যাক্স রেসিপি। সাধারণ স্প্রিং রোল তো অনেক খেয়েছেন, তবে একেবারে মন ভরানো স্প্রিং রোল খেতে হলে অবশ্যই ট্রাই করে দেখুন এই রেসিপি।
আরও পড়ুন- চটজলদি তৈরি হবে সুস্বাদু গুজরাটি স্পেশাল এই পদ, বানিয়ে ফেলুন এই স্বাস্থ্য়কর পদ
একেবারে সহজ পদ্ধতিতে কী করে এই পদ বানাবেন রইল তার হদিশ। ব্রেকফাস্ট হোক বা ডিনার কম তেলে সঠিক ডায়েট মেনে চলতে এই পদের জুড়ি মেলা ভার। তাই দেরি না করে দেখে নিন কিভাবে বানাবেন এই পদ। দেখে নিন চাইনিজ চিকেন স্প্রিং রোল তৈরির ভিডিওটি-
আরও পড়ুন- চায়ের আড্ডা জমে উঠুক স্পাইসি মুখরোচক এই স্ন্যাক্সের সঙ্গে, চেখে দেখুন বাটার ফিশ স্টেক
জলখাবার হোক অথবা ডিনার যে কোনও সময় রাখতে পারেন এই পদ। আজ রইল জিভে জল আনা অসাধারণ স্ন্যাক্স রেসিপি চাইনিজ চিকেন স্প্রিং রোল। সস্তা আর পুষ্টিকর খাদ্য হিসেবে এই পদের কোনও তুলনা হয় না। সবথেকে বড় বিষয় হল এই সময় সুস্থ থাকতে বাড়িতে তৈরি খাবারই খাওয়া উচিত। তবে এক ঘেয়ে ঘরোয়া খাবার থেকে মুক্তি পেতে ও রেস্তোরাঁর স্বাদ পেতে, বাড়িতেই বানিয়ে ফেলুন এই পদ।