শীতের দুপুরে গরম গরম ভাতে সুস্বাদু ভাপা রুই, ভুড়িভোজ জমাতে রইল এই দুর্দান্ত রেসিপি

 

  • বাঙালি মানেই তিনি মাছ ভালোবাসেন
  • মাছে-ভাতে বাঙালির পাতে থাকে রোজ এক টুকরো মাছ
  • মাছ না হলে খাওয়াটা ঠিক জমে না
  • আজ শিখে নিন রুই মাছের নতুন এক রেসিপি, ভাপা রুই

রুই মাছ সারা বছরই খাওয়া যায়। তবে একঘেয়ে ঝোল, কালিয়া বা দই মাছ আর ভালো লাগে না। তাই একটু স্বাদ বদলের জন্য প্রয়োজন অন্য স্বাদের পদ। বাঙালি মানেই কম-বেশি মাছ ভালোবাসেন। মাছে-ভাতে বাঙালির পাতে রোজ এক টুকরো মাছ না হলে খাওয়াটা ঠিক জমে না। তা সে গ্রীষ্ম হোক বা শীত। আর বাড়িতে অতিথি আসলে চটজলদি মুখরোচক খাবার বানাতে এই পদের জুরি মেলা ভার। তাই পছন্দের মাছ বেছে নিয়ে বানাতে পারেন এই পদ। আজ দেখে নিন রুই মাছের একেবারে নতুন স্বাদের এক রেসিপি, ভাপা রুই। যা জমিয়ে তুলবে দুপুরের ভুরিভোজ-

ভাপা রুই বানাতে লাগবে—

Latest Videos

আরও পড়ুন- বর্ষশেষের আনন্দ হবে দ্বিগুণ, যদি পাতে পড়ে মটন কিমার দম পোলাও

৬ পিস রুই মাছ
৪-৫ টা কাঁচা লঙ্কা
৪ টেবিল চামচ টক দই
১ টেবল চামচ পোস্ত বাটা
১ চা চামচ কালো সর্ষে বাটা
১ টেবল চামচ সাদা সর্ষে বাটা
৪ টেবিল চামচ সরষের তেল
১ চা চামচ চিনি
স্বাদ মত লবন

যেভাবে বানাবেন —

আরও পড়ুন- শীতকালের পুষ্টিকর মিষ্টিমুখ, রইল গাজরের হালুয়া তৈরির সবচেয়ে সহজ রেসিপি

১) প্রথমে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবন ও হলুদ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। 
২) পোস্ত, কালো সর্ষে ও সাদা সর্ষে এক চিমটি নুন ও ১-২ কাঁচা লঙ্কা এক সঙ্গে বেটে রাখুন।
৩) একটা বাটিতে দই ও মশলা, লবন ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। 
৪) ননস্টিক প্যানে তেল গরম করে তাতে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিন। 
৫) মাছ ঠাণ্ডা হয়ে গেলে ভাল করে সব মশলা ও দই মাখিয়ে নিন। 
৬) উপরে কাঁচা সর্ষের তেল ও কাঁচালঙ্কা চিরে ছড়িয়ে দিন। 
৭) মাইক্রোওয়েভে করলে ১০-১২ মিনিট ভাপিয়ে নিন অথবা স্টিলের টিফিন বক্সে মাছে ভরে একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটি উপরে বসিয়ে ভাপিয়ে নিন। 
৮) একেবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই ভাপা রুই।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari