শীতকালে একঘেয়ে ফ্রায়েড রাইস নয়, ট্রাই করে দেখুন পনির পোলাও

  • পনিরে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম
  • এছাড়াও রয়েছে শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণ
  • পনিরের উপাদান স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
  • চটজলদি নিরামিষ খাবার হিসেবে বানাতে পারেন এই পদ

আলু দিয়ে একঘেয়ে পনির না বানিয়ে চেখে দেখতে পারেন, ভিন্ন স্বাদের পনিরের এই পদ। আমরা সাধারণত রেস্তোরাঁতেই এই পদ খেয়ে থাকি। নিরামিষ খাবারে রয়েছে অনেকেরই অরুচি। তবে যদি তা সুস্বাদু নিরামিষ পদ হয়, সেক্ষেত্রে কোনও সমস্যা থাকার কথা নয়। তাই নিরামিষ অথচ সুস্বাদু পদ বলতে আমরা অনেক রকমের পদের বিষয়ে জানি। নিরামিষের তালিকায় পনিরের নাম থাকবেই। তবে  পনিরে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, সোডিয়াম-সহ শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণ, যা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যদি চটজলদি নিরামিষ খাবার খাইয়ে যদি সবাইকে তাক লাগিয়ে দিতে চান তবে একবার বানিয়ে দেখতেই পারেন সুস্বাদে ভরপুর পনির পোলাও। দেখে নিন পনির পোলাও রান্নার সহজ রেসিপি।

পনির পোলাও বানাতে লাগবে-

Latest Videos

আরও পড়ুন- ছুটির দিনের ভুড়িভোজ জমাতে, চেখে দেখুন মটনের এই পদ

২০০ গ্রাম পনির টুকরো
২ কাপ দেরাদুন চালের ভাত 
১ চিমটে জাফরান দুধে ভেজানো
 ১ টেবিল চামচ গোটা গরম মশলা
ড্রাই ফ্রুটস পরিমাণ মতো
১ টেবিল চামচ বেরেস্তা
৩-৪ টেবিল চামচ ঘি 
স্বাদ মতো লবন ও চিনি 

যে ভাবে বানাবেন-

আরও পড়ুন- এই ৪ সমস্যা থাকলে এড়িয়ে চলুন বাদাম খাওয়া, নাহলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা

১) ভাত করার সময় জলে গোটা গরমমশলা ও অল্প ড্রাইফ্রুটস দিন। 
২) ভাত পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই নামিয়ে নিন। 
৩) ননস্টিক প্যানে ঘি গরম করে তাতে বাকি ড্রাইফ্রুটস দিয়ে হালকা করে ভেজে নিন। এরপর তাতে ভাত দিয়ে দিন। 
৪) এরপর একে একে পনির, জাফরান ভেজানো দুধ, বেরেস্তা, নুন-চিনি দিয়ে সামান্য নেড়ে ঢেকে রাখুন। 
৫) তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন পছন্দসই সাইড ডিসের সঙ্গে পরিবেশন করুন এই পোলাও।

Share this article
click me!

Latest Videos

‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba