উৎসবের দিনগুলি জমে উঠুক স্পাইসি পাস্তা দিয়ে, রইল অসাধারণ এই রেসিপি

  • বড়দিনের উৎসবে মেতে উঠেছে সারা বিশ্ব
  • সকলেই বিশেষ এই দিনের প্ল্যান করে রেখেছেন আগে থেকে
  • ছুটির দিনকে আরও একটু স্পেশাল করে তুলতে বানাতে পারেন স্পাইসি পাস্তা
  • প্রিয় মানুষটিকে স্পেশাল কিছু দিতে সাজিয়ে দিন আপনার হাতে বানানো স্পাইসি পাস্তা

রেস্তোরাঁ থেকে কেনা খাবার তো যে কোনও দিনই হতে পারে। তবে আপনার প্রিয় মানুষটিকে স্পেশাল কিছু দিতে সাজিয়ে দিন আপনার হাতে বানানো পদ। ডিসেম্বর মানেই উৎসবের মাস। বড়দিনের উৎসবে মেতে উঠে সারা বিশ্ব। প্রিয়জনের সঙ্গে এই ছুটি কাটাতে সকলেই বিশেষ এই দিনের প্ল্যান করে রেখেছেন আগে থেকে। তবে আজকের এই ছুটির দিনকে আরও একটু স্পেশাল করে তুলতে প্রিয় মানুষটির জন্য বানাতে পারেন স্পাইসি পাস্তা।  দেখে নেওয়া যাক স্পাইসি পাস্তা চটপট বানিয়ে ফেলার এই রেসিপি। 

স্পাইসি পাস্তা বানাতে লাগবে-

Latest Videos

আরও পড়ুন- শীতের আড্ডা জমে উঠুক স্পাইসি ফিশ ফ্রাই-এর সঙ্গে, রইল সবচেয়ে সহজ রেসিপি

১ কাপ পাস্তা 
সেদ্ধ ডিমের কুসুম ২ টো
ভেজিটেবিল অয়েল  ২ টেবল চামচ
মিক্সড হার্বস ১ চা চামচ
ওরিগন্যানো ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ২ চা চামচ
ম্যয়োনিজ ১ টেবল চামচ
২ টো পেঁয়াজ কুঁচি
৪ কোয়া রসুন কুঁচি
চিলি ফ্লেক্স স্বাদ মতন
টম্যাটো কেচাপ ২ টেবল চামচ

যে ভাবে বানাবেন-

আরও পড়ুন- এই মরশুমের সেরা জলখাবার, চটজলদি তৈরি করে নিন অন্য স্বাদের মুলোর পরোটা

পাস্তা জলে সেদ্ধ করে ভালো করে জল ঝড়িয়ে নিন। একটি বাটিতে ম্যয়োনিজ ও ডিমের কুসুম একসঙ্গে ভালো করে বিট করে নিন। এরপর ননস্টিকের প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে নিয়ে ম্যয়োনিজ ও ডিমের কুসুমের পেস্ট দিয়ে দিন। সমস্ত উপকরণ হালকা করে ভাজা হয়ে গেলে পাস্তা দিয়ে টম্যাটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশে গেলে উপর থেকে গোলমরিচ, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, ওরিগন্যানো দিয়ে ২-৩ মিনিট ঢেকে রাখুন। এরপর উপর থেকে সমস্ত উপরণ ভালো করে মিশিয়ে স্বাদ মতন লবন দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন বড়দিনের স্পেশাল স্পাইসি পাস্তা।

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today
২০১৭ থেকে এদেশে...নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার TMC কর্মী | Bangladeshi Arrest | Nadia News
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP