স্পেনে ফিরেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে এটিকে কোচ হাবাস

  • করোনার প্রকোপে ভয়াবহ অবস্থা স্পেনে
  • মাদ্রিদে গিয়ে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে এটিকে কোচ
  • করোনার আতঙ্কের জেরে এই সিদ্ধান্ত হাবাসের
  • তবে পুরোপুরি সুস্থ রয়েছেন আইএসএল জয়ী কোচ
     

সদ্য দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন। একইসঙ্গে আইএসএলের প্রথম কোচ হিসেবে দুটি ট্রফি জয়ের নজিরও তার দখলে। তার কোচিংয়ের এটিকে তৃতীয়বার ভারত সেরা হয়েছে। সব থেকে বেশিবার ট্রফি জয়ের রেকর্ডও গড়ছে এটিকে। এবার করোনা ভাইরাস আতঙ্কের জেরে কোয়ারান্টাইনে গেলেন এটিকের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তবে ভয় পাবার কিছু নেই এটিকে ভক্ত ও কর্মকর্তাদের। করোনায় আক্রান্ত হননি হাসাব। মাদ্রিদ পৌছেই নিজের সুরক্ষার কথা ভেবে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন এটিকে কোচ।

আরও পড়ুনঃ 'মহারাজ'ও এবার ঘরবন্দি, করোনা আতঙ্কে দিলেন বিশেষ বার্তা

Latest Videos

করোনায় আক্রান্ত বিশ্বের প্রায় ১৭০টিরও বেশি দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ক্রীড়া ক্ষেত্রেও মারণ ভাইরাসের প্রকোপ মারাত্মক। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনের পথ বেছে নিয়েছেন অনেক প্লেয়ার ও দল। এবার সেই পথেই হাঁটলেন এটিকে কোচ হাবাস। কলকাতায় থাকাকালীন করোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করেছিল গোটা বিশ্বকে। দর্শকশূণ্য আসনেই ফাইনাল খেলেছিল হাবাসের দল। তাই চ্যাম্পিয়ন হলেও, উচ্ছাসে থেকে গিয়েছিল কিছুটা খামতি। যদিও আগেই হাবাস জানিয়েছিলেন মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবার আগে। এবার দেশে ফিরে নিজের স্বাস্থ্যের দিকেও একইভাবে সচেতনতার পরিচয় দিলেন এটিকে কোচ। মাদ্রিদ পৌঁছে তাড়াতাড়ি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে চলে গেলেন আইএসএল জয়ী এটিকে কোচ। 

আরও পড়ুনঃকরোনা ভাইরাস রুখতে ভিডিও বার্তা সচিনের, কী বললেন মাস্টার ব্লাস্টার

আরও পড়ুনঃমহামারী করোনা, সচেতনতা বাড়াতে সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ গ্রহণ সচিন, সিন্ধু, হিমার

ইতিমধ্যেই স্পেনে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ফলে ১৫ দিনের জন্য দেশ জুড়ে কোয়ারান্টাইনে যাওয়ার জন্য সরকারি ঘোষণা করে দিয়েছেন স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ। মাদ্রিদ পৌঁছে হাবাস বলেন, “মাদ্রিদ পুরোপুরি স্তব্ধ। সবাই নিজেদের ঘরেই আটকে রয়েছেন। মারাত্মক কিছু প্রয়োজনীয়তা ছাড়া মাদ্রিদে কেউই ঘর থেকে বের হচ্ছেন না।” এই মুহূর্তে মাদ্রিদে তাঁর ঘরেই রয়েছেন, জানালেন হাবাস। বলেন, “সরকার মনে করছে, ১৫ দিনের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।” তাহলে কি ঘর থেকেই একেবারেই বের হচ্ছেন না দু’বার আইএসএল জয়ী কোচ? হাবাস বললেন, “প্রয়োজনীয় কিছু কিনতে ঘরের বাইরে যেতেই হচ্ছে। বিশেষ করে ফার্মাসিতে যাওয়ার জন্য।”তবে তার যে শারীরিকভাব এখনও কোনও সমস্যা নেই তাও জানিয়েছেব হাবাস। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বেগে রয়েছেন এটিকে কোচ।
 

Share this article
click me!

Latest Videos

'আমাকে বাঁচান ডাক্তারবাবু' হাতে কেউটে সাপ নিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন হাসপাতালে | Canning News Today
রাজ্যে যদি ১৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয় তাহলে চাকরি কোথায় মাননীয়া? মমতাকে প্রশ্ন অগ্নিমিত্রার
‘২০৪৭-কে সামনে রেখে কেন্দ্রীয় বাজেট হয়েছে!’ Suvendu Adhikari-র চাঞ্চল্যকর দাবি
কড়া ভাষণে মমতাকে জেলের রাস্তা দেখালেন শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee | WB Budget 2025
West Bengal Latest News: বাড়ির ভেতর গোপন বাজি কারখানা! ৬২ কেজি গান পাউডার সহ ধরা ২ অভিযুক্ত