ফের ব্রাত্য গ্যারেথ বেল। চলতি মরশুমের শেষ ভাগে রিয়াল মাদ্রিদের হয়ে বলতে গেলে একেবারই মাঠে নামেননি তিনি। ফুটবল ফেরার পর থেকে মাত্র দুটো ম্যাচে মাঠে নেমেছিলেন বেল। ম্যালোরোকা এবং এইবারের বিরুদ্ধে মাদ্রিদের জয়ে মাঠে নামলেও কোনওটাতেই পুরো ৯০ মিনিট খেলেননি তিনি। এবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শেষ ষোলোর দ্বিতীয় পর্বের খেলার জন্য ঘোষিত ২৪ জনের স্কোয়াডেও জায়গা হলো না তার।
আরও পড়ুনঃআইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি, দুইয়ে রোহিত শর্মা
গতবার ফেব্রুয়ারি মাসে নিজেদের ঘরের মাঠে প্রথম পর্বের খেলাতেও প্রথম একাদশে ছিলেন না বেল। ম্যাচের শেষ ১৫ মিনিটে তাকে নামায় জিদান কিন্তু কোনওরকম প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। ম্যাচটি রিয়াল হেরেছিল ২-১ গোলে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আসন্ন ম্যাচটি তাদের জিততে হবে অন্তত ২-০ গোলে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় নামতে পারবেন না রিয়াল অধিনায়ক সার্জিও র্যামোস। তবু ৭ তারিখ রাতে দলকে মনোবল জোগাতে এতিহাদে থাকবেন তিনি।
আরও পড়ুনঃকরোনা আবহে এবারের আইপিএলে থাকবে একাধিক নতুন চ্যালেঞ্জ,মনে করেন সুরেশ রায়না
আরও পড়ুনঃধোনির রেকর্ড ভেঙে উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ স্কোয়াড-
গোলকিপার- থিবো কুর্তুয়া, আলফানসো অ্যারিওলা, আলতুবে
ডিফেন্ডার- ড্যানি কার্বাহাল, এদের মিলিটাও, রাফায়েল ভারান, নাচো ফার্নান্দেজ, মার্সেলো ভিয়েরা, ফারল্যান্ড মেন্ডি, হাভিয়ার হার্নান্দেজ
মাঝমাঠ- টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যাসিমিরো, ফ্রেডরিকো ভালভার্ডে, ইস্কো আলকর্ন
ফরোয়ার্ড- ইডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, লুকাস ভাসকেজ, লুকা জভিচ, মার্কো এসেন্সিও, ব্রাহিম দিয়াজ, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রীগো