ম্যাঞ্চেস্টার ডার্বিতে ইউনাইটাডের কাছে সিটির হার। ২-০ গোলে পেপ গুয়ার্দিওয়ালার দলকে হারাল সোল্কজায়েরর দল। ম্যাচে ম্যান ইউ-র হয়ে গোল করলেন অ্যানথনি মার্শাল ও ম্যাক টমিন্যায়। সিটির হার ইপিএল খেতাবের দৌড়ে আরও এগিয়ে দিল লিভারপুলকে। সালহা, ফির্মিনো, মানেদের খেতাব জয় এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। একইসঙ্গে দেখে নেওয়া যাক গত সপ্তাহের শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে বড়দলগুলি কোন জায়গায় দাঁড়িয়ে।
আরও পড়ুনঃত্রিশ বছর পরে রঞ্জি জয়ের স্বপ্নে বিভোর বাংলা, ফাইনালে টসে হেরে ফিল্ডিং মনোজদের
আরও পড়ুনঃপঞ্চমবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় অজিদের, অধরা ভারতের স্বপ্ন
শনিবার প্রথম ম্যাচে বর্নমাউথের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচের প্রথম ৯ মিনিটেই কালুম উইলসনের গোলে এগিয়ে যায় বর্নমাউথ। গোল হজম করার পর আক্রমণে ঝড় তোলে লিভারপুলের অ্যাটাকিং লাইন। ফলে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বর্নমাউথ ডিফেন্স। ম্যাচের ২৪ মিনিটেই মহম্মদ সালহার গোলে সমতায় ফের লিভারপুল। সমতায় ফিরেই জয়সূচক গোলের জন্য ঝাপায় ক্লপ ব্রিগেড। ৩৩ মিনিটে সাডিও মানের করা গোলে লিড নেয় লিভারপুল। এপরপর ম্যাচে দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও, কেউই আর গোলের মুখ খুলতে পারেনি। ফলে ২-১ গোলে জয় পায় লিভারপুল। এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও অটুট করল মহম্মদ সালহারা।
আরও পড়ুনঃদক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ফিরলেন হার্দিক, শিখর ও ভুবি
শনিবার অপর ম্যাচে মুখোমুখি হয়ছিল আর্সেনাল ও ওয়েস্টহ্যাম। ম্যাচের ৭৮ মিনিটে আর্সেনালের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন লাকাজেত্তি। মাত্র এক গোলের ব্যবধানে কষ্টার্জিত জয় হলেও, তিন পয়েন্ট ঘরে তোলায় খুশি আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। ২৮ ম্যাচে ৪০ পয়েন্ট লিগ টেবিলের নবম স্থানে রইল আর্সেনাল। অন্যদিকে বার্নলে এফসির বিরুদ্ধে ১-১ গোলে আটকে গেল জোসে মোরিনহোর টটেনহ্যাম। ম্যাচর ১৩ মিনিটে ক্রিস উডের গোলে এগিয়ে যায় বার্নলে এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ডেলে আলির গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে রইল টটেনহ্যাম।
রবিবার ইপিএলে ছিল দুটি মেগা ম্যাচ। প্রথম ম্যাচে এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দিল চেলসি। ম্যাচে চেলসির হয়ে গোল পেলেন ম্যাসন মাউন্ট, পেড্রো, উইলিয়ান ও অলিভার জিরুর। দলের দুরন্ত জয়ের ফলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রইল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। অপরদিকে রবিবার মেগা ম্যাঞ্চেস্টার ডার্বিতে মুখোমুখি হয়েছিল ম্যান ইউ ও ম্যান সিটি। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন অ্যানথনি মার্শাল। এরপর গোটা ম্যাচে খেলায় ফেরার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি গুয়ার্দিওয়ালা ব্রিগেড। আগুয়ারো, স্টারলিং, ফোডেনরা অনেক চেষ্টা করেও ভাঙতে সমর্থ হননি ম্যান ইউ ডিফেন্স। ম্যাচের অতিরিক্ত সময়ে বিশ্বমানের গোল করে ম্যান ইউ-র জয় নিশ্চিত করেন ম্যাক টমিন্যায়। টেবিলের ২ নম্বরে থাকা দলকে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এল রেড ডেভিলসরা।