জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করল চ্যাম্পিয়ন চেন্নাই, প্রথম ম্যাচে জয় চার্চিলেরও

  • জয় দিয়ে লিগ অভিয়ান শুরু গতবারের চ্যাম্পিয়নদের
  • ট্রাউ এফসিকে ১-০ গোলে হারাল চেন্নাই সিটি এফসি
  • রবিবার প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে চার্চিল ব্রাদার্স
  • বুধবার রিলায় কাশ্মীরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল

Prantik Deb | Published : Dec 1, 2019 3:29 PM IST

জয় দিয়ে আইলিগ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল আকবর নাভাসের চেন্নাই। তাদের প্রতিপক্ষ ছিল ডগলাসের ট্রাউ এফসি। ম্যাচে প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই চেন্নাইকে এগিয়ে দেন পেড্রো মানজি। ৫০ মিনিটে গোল করেন গত মরসুমে লিগের অন্যতম সেরা ফুটবলার। বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি হলেও গোল হয়নি। ১-০ গোলে জয় দিয়েই লিগ খেতাব ধরের রাখার লড়াই শুরু আকবর নাভাসের দলের।

আরও পড়ুন - একই গ্রুপে ফ্রান্স-জার্মানি ও পর্তুগাল, জমে গেল ইউরো কাপের লড়াই

জয় দিয়ে আইলিগ অভিয়ান শুরু করল গোয়ার ক্লাব চার্চিল বাদার্স। ঘরের মাঠে তারা ৩-০ গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসিকে। মিনার্ভা পাঞ্জাব এবার নাম বদলে পাঞ্জাব এফসি হয়ে আইলিগে নেমেছে। কিন্তু প্রথম ম্যাচে ভাগ্য সঙ্গ দেয়নি তাদের। প্লাজাদের দাপটে মাত খেল বাজাজের দল। ম্যাচে জোড়া গোল করলেন মাইওয়া। লিগের প্রথম ম্যাচেই গোলের দরজা খুলে ফেললেন উইলিস প্লাজাও। একটি গোল করলেন তিনি। অন্যদিকে পাঞ্জাবের আনওয়াল আলি দেখলেন লাল কার্ড। 

 

 

আরও পড়ুন - মুস্তাক আলি ট্রফিতেও ফিক্সিংয়ের প্রস্তাব, এজিএম শেষে সৌরভের কথায় চাঞ্চল্য

শনিবার রাতে লিগের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে গোকুলামও। ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছে নেরোকা এফসিকে। খেলার ২-১। প্রথমার্ধে গোল করেছিলেন হেনরি কিসেকা। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল করেন মার্কোস। ম্যাচের শেষ প্রান্তে এসে একটি গোল শোধ করে তারা। নেরোকার হয়ে গোল স্যাম্পসনের। শনি ও রবিবার দুটি করে ম্যাচের পর এবার লিগের ম্যাচ চার তারিখ। বুধবার ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে নামবে কলকাতা ফুটবলের আরেক প্রধান ইস্টবেঙ্গল। খেলা হবে কল্যাণী স্টেডিয়ামে। 

আরও পড়ুন - হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে ক্ষুব্ধ বিরাট, সোশ্যাল মিডিয়ায় দিলেন কড়া বার্তা

 

 

Share this article
click me!