হঠাৎই পাল্টে গেল ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর সূচি (Fixture)। এগিয়ে নিয়ে আসা হল বিশ্বকাপের ম্যাচ। তবে ফাইনাল হচ্ছে একই তারিখে।
অন্য়ান্যবার যে সম ফুটবল বিশ্বকাপ হয় তার থেকে ২০২২ ফুটবল বিশ্বকাপের সময় আগেই পেছানো হয়েছিল। যেহেতু এবার ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার সেই কারণে গরমের কথা ভেবে শীতকালে করার সিদ্ধান্ত নেওয়া হয় ফুটবল বিশ্বকাপ।সেই মত সূচিও প্রকাশ হয়ে গিয়েছিল। ফিফার প্রকাশিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর নেদারল্যান্ড বনাম সেনেগাল ম্যাচ দিয়ে শুরুর হওয়ার কথা ছিল ফুটবলের মহাযজ্ঞ। কিন্তু হঠাৎ ফের বদল ঘটল বিশ্বকাপের সূচিতে। বদলে গেল বিশ্বকাপ শুরুর তারিখও। এমনকী প্রথম ম্যাচে প্রতিপক্ষ দুই দলও পাল্টে গেল। হঠাৎই এমন পরিবর্তনে হতবাক অনেকেই।
২১ নভেম্বর রাত ৯টায় নেদল্যান্ড ও সেনেগাল মধ্যে ছিল বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ। তার পরিবর্চে বিশ্বকাপ শুরু হতে চলেছে ২০ নভেম্বর। আর পরিবর্তীত সূচি অনুযায়ী প্রথম ম্য়াচে মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। কারণ বিশ্বকাপের প্রথা অনুযায়ী প্রথম ম্যাচে খেলে আয়োজক দেশ। কিন্তু এবারের সূচি অনুযয়ী না আয়োজক দেশে কাতার , না গতবারের চ্যাম্পিয়ন দল ফ্রান্স কেউ ছিল না প্রথম ম্য়াচে। তাই প্রথম ম্যাচে কাতারকে সুযোগ করতে দিতেই বিশ্বকাপ একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ফিফার প্রস্তাব আসার পরেই লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের সঙ্গে আলোচনায় বসেন কাতারের ফুটবল আধিকারিকরা। দু’পক্ষ সহজেই সম্মতি দেয় বলে জানা গিয়েছে। তবে প্রথম ম্যাচের হাত ধরে বিশ্বকাপ একদিন আগে শুরু হলেও ফাইনালের দিন অবশ্য পরিবর্তন হচ্ছে না। ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।
এক ঝলকে দেখে নিন বিশ্বকাপের গ্রুপ বিন্যাস-
গ্রুপ এ – কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি- ইংল্যান্ড, আইআর ইরান, ইউএসএ, ইউরো প্লে-অফ
গ্রুপ সি- আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি- ফ্রান্স, আইসি প্লে-অফ, ডেনমার্ক, তিউনিশিয়া
গ্রুপ ই- স্পেন, আইসি প্লে-অফ ২, জার্মানি, জাপান
গ্রুপ এফ- বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, কোরিয়া রিপাবলিক
বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি:
২৪ নভেম্বর: ব্রাজিল বনাম সার্বিয়া (রাত সাড়ে ১২টা)
২৮ নভেম্বর: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (রাত সাড়ে ৯টা)
২ ডিসেম্বর: ব্রাজিল বনাম ক্যামেরুন (রাত সাড়ে ১২টা)
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি:
২২ নভেম্বর: আর্জেন্টিনা বনাম সৌদি আরব (দুপুর সাড়ে ৩টে)
২৬ নভেম্বর: আর্জেন্টিনা বনাম মেক্সিকো (রাত সাড়ে ১২টা)
৩০ নভেম্বর: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (রাত সাড়ে ১২টা)
আরও পড়ুনঃদাবা অলিম্পিয়াডে ব্যক্তিগত বিভাগে সোনা জয়, বাজিমাত গুকেশ ডি এবং নিহাল সারিনের