কবে আইএসএলের সেমি ফাইনাল ও মেগা ফাইনাল, সূচি প্রকাশ করল এফএসডিএল

আইএসএল ২০২১-২২ (ISL 2021-22) মরসুমের লিগ পর্বের খেলা শেষের দিকে। এবার নক আউট পর্বে সেমি ফাইনাল (semi-final) ও ফাইনালের (Final) সূচি ঘোষণা করল এফএসডিএল (FSDL)। 

শেষ পর্বে চলে এসেছে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super league) পর্বের খেলা। প্রতিটি দলের ৩ থেকে ৪ টি করেই খেলা বাকি রয়েছে। একসঙ্গে জমে উঠেছে প্রথম চারে ওঠার লড়াইও। কারণ প্রতিযোগিতার ১১টি দলের মধ্যে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও নর্থইস্ট ইউনাইটেড (Nort East United) প্রথম চারের লড়াই নেই। এছাড়া অঙ্কের বিচারে বাকি ৯টি দলের মধ্যে যে কোনও দল সেমি ফাইনালের (semi-final) টিকিট পেতে পারে। লড়াই সব থেকে বেশি প্রথম পাঁচ দলের মধ্যে। কারণ তাদের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ৪। ফলে সেমি ফাইনালে পৌছবে কোন চারটি দল তা জানতে অপেক্ষা করতে লিগ গ্রুপের শেষ ম্য়াচ পর্যন্ত। তবে লিগ পর্ব শেষ হওয়ার আগেই আইএসএলের নকআউট পর্বের সূচি ঘোষণা করে দিল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল (FSDL)।   

২০২১-২২ মরসুমে আইএসএলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে ৭ মার্চ। তার চারদিন পর থেকেই শুরু হতে চলেছে নকআউট পর্বের খেলা। প্রতিবারের মতো এবারেও সেমিফাইনালের দু’টি লেগ হতে চলেছে। প্রথম লেগ হবে ১১ ও ১২ মার্চ এবং দ্বিতীয় লেগের দু’টি সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ মার্চ। অষ্টম হিরো আইএসএলের মেগা ফাইনাল (Final) হবে ২০ মার্চ। ফতোরদার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে এই ফাইনাল। এই মরশুমে সেমিফাইনাল পর্বে অ্যাওয়ে গোলের নিয়ম বহাল থাকছে না। দুই সেমিফাইনাল মিলিয়ে যে দল সবচেয়ে বেশি গোল করবে, তারাই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এক ঝলকে দেখে নিন ইন্ডিয়ান সুপার লিগের নক আউট পর্বের খেলা সূচি।

Latest Videos

আইএসএল ২০২১-২২ মরশুমের সেমিফাইনাল ও ফাইনালের সূচী-

১১ মার্চ, শুক্রবার – প্রথম সেমিফাইনাল (প্রথম লেগ)

১২ মার্চ, শনিবার – দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম লেগ)

১৫ মার্চ, মঙ্গলবার – প্রথম সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)

১৬ মার্চ, বুধবার – দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় লেগ)

২০ মার্চ, রবিবার – ফাইনাল

আরও পড়ুনঃসুরজিৎ সেনগুপ্তদের দাপটে ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগানের হার, প্রতিশোধ স্পৃহায় আত্মঘাতী হন এক সবুজ-মেরুন সমর্থক

আরও পড়ুনঃ'এমন উইঙ্গার বাংলার ফুটবলে আর আসবে না', সুরজিত সেনগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ 'ময়দান'

আরও পড়ুনঃস্কুটার থেকে নেমে সুরজিত যেতেন ইস্টবেঙ্গলে, তিনি মোহনবাগানে - ভেঙে পড়লেন প্রসূন

প্রসঙ্গত, ৭ মার্চ লিগ পর্বের শেষে যেই দল লিগ টেবিলের শীর্ষে থাকবে তাকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাদের হাতে লিগশিল্ড তুলে দেওয়া হবে এবং তারা আগামী বছর এশিয়ার সবচেয়ে বড় ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এবার এখনও পর্যন্ত বাংলার দুই ক্লাবের মধ্যে এসসি ইস্টবেঙ্গল প্রথম চারের প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও অপর দল এটিকে মোহনবাগানের কাছে লিগ চ্য়াম্পিয়ন হওয়ার সূবর্ণ সুযোগ রয়েছে। গত বছর প্রথম এই সন্মান অর্জন করে এফসি গোয়া এবং এ বছর মুম্বই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এবার লিগে এখনও পর্যন্ত হায়দরাবাদ এফসির সঙ্গে একই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লসবুজ-মেরুণ ব্রিগেড। তববে এক ম্য়াচ কম খেলেছে এটিকে মোহনবাগান। ফলে লিগে শেষ কয়েকটি টানটান হতে চলেছে আইএসএলের লড়াই।
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury