আইলিগের শীর্ষে গোকুলাম এফসি, শনিবার ইস্টবেঙ্গলের সামনে মিনার্ভা পাঞ্জাব

  • শুক্রবার আইলিগে ইন্ডিয়ান অ্যারোজকে হারাল গোকুলাম
  • অন্য ম্যাচে নর্থ ইস্ট ডার্বিতে আইজলকে হারাল নেরোকা
  • দুই ম্যাচ শেষে লিগের শীর্ষে গোকুলাম এফসি
  • শনিবার লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল

আইলিগের শুরুটা ভালই করল কেরালার দল গোকুলাম। গোয়ার তিলক ময়দানে ভারতীয় ফুটবল ফেডারেশনের জুনিয়র দল ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে খেলতে নেমেছিল গোকুলাম এফসি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। তবে দ্বিতীয়ার্ধে গোকুলামকে গোল ও তিনটি পয়েন্ট এনে দিলেন গত মরসুমে দুরন্ত ফুটবল খেলা হেনরি কিসেকা। চলতি মরসুমে দুটি ম্যাচ খেললো গোকুলাম। দুটিতেই জয় নিয়ে অপাতত লিগ শীর্ষে আছে তারা। দুটি ম্যাচেই গোল পেলেন হেনরি কিসেকা। লিগের শুরু থেকেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার দাবি পেশ করতে শুরু করেছেন তিনি। তবে এদিনের ম্যাচে লাল কার্ড দেখেন গোকুলামের আন্দ্রে। 

 

Latest Videos

 

আরও পড়ুন - পারফরম্যান্সই শেষ কথা বলবে, রবি শাস্ত্রী নিয়ে মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

শুক্রবার আরও একটি ম্যাচ ছিল আইলিগ। সেটা নর্থ-ইস্ট ডার্বি। নেরোকা এফসির ঘরের মাঠে নমেছিল আইজল এফসির বিরুদ্ধে। প্রথম ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানকে আটকে দিয়েছিল স্ট্যানলি রোজারিওর আইজল এফসি। কিন্তু নেরোকার বিরুদ্ধে নিজেদের দূর্গ বাঁচিয়ে রাখতে পারল না আইজল। নেরোকা ১-০ গোলে হারাল আইজলকে। ২৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ওসমানে দিওয়ারা। প্রথম ম্যাচে গোকুলামের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল নেরোকা এফসি। 

 

 

আরও পড়ুন - আইপিএল দলের মালিক হতে চলেছেন গৌতম গম্ভীর, বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা

এদিকে আইলিগে দ্বিতীয় ম্যাচ শনিবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। সামনে মিনার্ভা পাঞ্জাব। ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীরের সঙ্গে পিছিয়ে পরে ড্র করেছে ইস্টবেঙ্গল। ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও লাল হলুদের খেলার ঝাঁজ ছিল। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের আশা পাঞ্জাবের বিরুদ্ধেই প্রথম জয়টা তুলে নেবে আলেহান্দ্রোর দল। অন্য দিকে মিনার্ভা পাঞ্জাব প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের কাছে তিন গোল খেয়েছিল। তাই কিছুটা হলেও চাপে রঞ্জিত বাজাজের দল। খেলা শুরু হবে দুপুর দু’টোয়। 

আরও পড়ুন - বুমরাকে ‘শিশু’ কটাক্ষ, নাম না করে আব্দুল রাজ্জাককে নিয়ে মসকরা ইরফান পাঠানের

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News