পিএসজির জন্য জীবন দিতে পারি, ম্যাচ জিতেয়ে বলছেন নেইমার

সংক্ষিপ্ত

  • পিএসজির জন্য জীবন দিতে পারেন তিনি
  • বলছেন ব্রাজিলের সুপার স্টার নেইমার
  • শনিবার নেইমারের গোলে জয় পায় পিএসজি
  • মরসুমের শুরুতে ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন নেইমার

শনিবার ম্যাচ শেষে নেইমারের মুখ থেকে বেড়িয়ে এল এমন একটা কথা, যা শুনে সবাই যেন চমকে গেলেন। প্যারিস সাঁ জাঁকে জিতিয়ে নেইমার বলছেন তিনি পিএসজির জন্য জীবন দিতে পারেন। নেইমার বলছেন এই কথা, সাবই অবাক। আর হবেন নাই বা কেন? এই তো কিছুদিন আগের কথা। ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার তখন তুঙ্গে। নেইমারকে প্যারিসের ক্লাব থেকে ছিনিয়ে নিতে সব রকম চেষ্টা করছে বার্সেলোনা। নেইমার নিজেও বারবার বলেছেন তিনি প্যারিসে আর থাকতে চান না। 

আরও পড়ুন - লালিগায় অমিমাংসিত মাদ্রিদ ডার্বি, জয় বার্সার, জয় পেল জুভেন্তাস ও পিএসজি, প্রিমিয়ার লিগে জয় চেলসি, লিভারপুল ও ম্যানসিটির

Latest Videos

মরসুমের শুরু হল প্রথম দিন থেকে অনুশীলনেও নামেনিন ব্রাজিলের তারকা ফুটবলার। তার বদলে তিনি মজে ছিলেন বার্সেলোনায় ফেরার স্বপ্ন নিয়ে। কিন্তু একটা একটা করে দিন কাটল, নেইমার আর বার্সেলোনায় ফিরেত পারলেন না। অন্য ক্লাবের খুললো না রাস্তা। তাই কিছুটা বাধ্য হয়েই পিএসজির জার্সিতে মাঠে নামেন তিনি। কিন্তু মাঠে নামার পর থেকে গোল এসেছে তার পা থেকে। শনিবারও তাঁর গোলেই জিতেছে পিএসজি। তারপরই নেইমার বলেছেন পিএসজির জন্য জীবন দিতে পারেন। তাঁর ও ক্লাবের অম্ল মধুর সম্পর্ক বোঝাতে নেইমার বলেছেন, ‘এটা অনেকটা বান্ধবীর সঙ্গে সম্পর্কের মত, একটা খারাপ সময় চলছিল, কিন্তু অনেকটা ভালোবাসায় আবার সব ঠিক হয়ে গেছে।’

আরও পড়ুন - কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রঙ্গ অব্যাহত ভারতীয় ক্রিকেটে, এবার পদ ছাড়লেন শান্তা রঙ্গস্বামী

মরসুমের শুরুতে নেইমার যতই পিএসজি ছাড়ার কথা বলে থাকুন, দলের আরেক তারকা এমবাপে বারবার নেইমারকে ক্লাবে থাকার অনুরোধ করেছিলেন। এমরসুমে শনিবারই প্রথম বার একসঙ্গে মাঠে নেমেছিলেন নেইমার ও এমবাপে। বিশ্বকাপ জয়ী ফরাসি তারকার সঙ্গে মরসুমের প্রথম ম্যাচ খেলে নেইমার বলছেন, ‘এমবাপের সঙ্গে মাঠা নামাতে ভাল লাগে। ও নিজের হাসি আর অনেক ফুটবল প্রতিভা নিয়ে ফিরে এসেছে।’

আরও পড়ুন - অলিম্পিকের টিকিট পেল মিক্সড রিলে দল, হতাশা জনক পারফরম্যান্স দ্যুতি চন্দের

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার